Bangladesh Cricket: বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টি-২০ সিরিজ জিতে চমকে দিল বাংলাদেশ

টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে টি-২০ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

Bangladesh Cricket: বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টি-২০ সিরিজ জিতে চমকে দিল বাংলাদেশ
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Mar 13, 2023 | 6:30 AM

ঢাকা: বাংলাদেশ ও ইংল্যান্ডের (Bangladesh vs England) মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল রবিবার। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করার পর আয়োজক বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও ব্রিটিশদের হারিয়ে সিরিজ নিজেদের দখলে নিয়েছে। শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জস বাটলারের দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ (T20 Series)। ম্যাচের নায়ক বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান (Mehidy Hasan)। যিনি বল হাতে ব্রিটিশ শিবিরকে ছত্রখান করে দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সাকিবের সিদ্ধান্ত যে কতটা সঠিক তা প্রমাণ করতে মুখ্য ভূমিকা পালন করেন মেহেদি হাসান। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ইংলিশ দলের কোনো ব্যাটসম্যানই ৩০ বা তার বেশি রান করতে পারেননি। দলের হয়ে সর্বাধিক ২৮ রান করেন বেন ডাকেট। অন্যদিকে বাংলাদেশের  সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদি হাসান। যিনি তাঁর ৪ ওভারের স্পেলে দুর্দান্ত ইকোনমি নিয়ে বোলিং করেছেন। নিজের নামে চারটি বড় উইকেট রেখে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন। এছাড়া সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদও পেয়েছেন ১ টি করে উইকেট পেয়েছেন। সব মিলিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ওঠে ১১৭ রান। স্বল্প রান তাড়া করতে নেমে অনায়াসে জয় তুলে নেয় বাংলাদেশ।

সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানের লক্ষ্য ৭ বল ও ৪ উইকেট বাকি রেখেই আদায় করে নেয় বাংলাদেশ। আয়োজক দেশের হয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নাজমুল হোসেন। এছাড়া মেহেদি হাসানও করেন ২০ রান। মেহেদির এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণে তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারও পেয়েছেন। একই সঙ্গে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন ফাস্ট বোলার জোফরা আর্চার। স্যাম করন, মঈন আলি ও রেহান আহমেদও ১টি করে উইকেট পেয়েছেন।