Asia Cup 2023: বিসিসিআই আর পিসিবির জন্যই এই অবস্থা! এশিয়া কাপের সূচি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ
Bangladesh Cricket Board: শাকিব আল হাসানদের এশিয়া কাপে একটা ম্যাচ শ্রীলঙ্কায়। পরের ম্যাচ পাকিস্তানে। অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। তাই এ বার এশিয়া কাপের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপের (Asia Cup) সূচি প্রকাশ হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুরু হবে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। দ্বিতীয় ম্যাচ হবে ক্যান্ডিতে, ৩১ অগস্ট। সেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপরই বাংলাদশের ক্রিকেটারদের যেতে হবে পাকিস্তানে। পরবর্তী ম্যাচের জন্য। শাকিব আল হাসানদের একটা ম্যাচ শ্রীলঙ্কায়। পরের ম্যাচ পাকিস্তানে। অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটারদের। তাই এ বার এশিয়া কাপের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের ভেনু নিয়ে জটের জন্যই সূচির এই অবস্থা। তেমনটা বলতে ছাড়ল না বিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হবে এ বারের এশিয়া কাপ। তাতে এই টুর্নামেন্টের ১৩টি ম্যাচের ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ৯টি ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কায়। ৩১ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যান্ডিতে বাংলাদেশ এশিয়া কাপ অভিযান শুরু করবে। তারপর ৩ সেপ্টেম্বর লাহোরে গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এরপর যদি বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরের যোগ্যতা অর্জন করে তা হলে ফের টাইগারদের শ্রীলঙ্কায় ফিরে যেতে হবে। এই বার বার এক দেশ থেকে অন্য দেশে সফর করা নিয়েই সমস্যা বিসিবির। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে আর কিছু করার নেই।
এশিয়া কাপের সূচি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে লাহোর যেতে হবে। গ্রুপ পর্বের আর একটা ম্যাচের জন্য আমাদের আবার শ্রীলঙ্কায় যেতে হবে। আমাদের এটা মেনে নিতে হবে। সূচি নিয়ে আর কিছু করার নেই। তবে সকল ক্রিকেটারদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। আমরা আশা করব, এসিসি যেন ভালো মানের বিমানের ব্যবস্থা করে।’
তিনি আরও বলেন, ‘বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে ক্রিকেটারদের বিমানবন্দরে পৌঁছে যেতে হবে। তার আগে থাকবে ক্রিকেটারদের নিজেদের জিনিসপত্র গোছানোর পালা। এই সফর করাটা ক্রিকেটারদের উপর একটা বাড়তি মানসিক চাপ হবে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের দূরত্ব অনেকটাই। তবে এসিসির সিদ্ধান্ত মেনে চলতে আমরা বাধ্য।’ উল্লেখ্য, এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত ছাড়া এশিয়া কাপে অংশ নেওয়া বাকি দেশগুলিকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে হবে।