Virat Kohli’s Jersey: বিরাটের জার্সি যত্ন করে ফ্রেম বাঁধিয়ে ড্রয়িংরুমে সাজালেন বাংলাদেশের ক্রিকেটার

Virat Kohli, Mehidy Hasan : বিরাট কোহলির কাছ থেকে পাওয়া উপহার যত্ন করে ফ্রেম বাঁধিয়ে নিজের বাড়িতে টাঙিয়ে রেখেছেন বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

Virat Kohli's Jersey: বিরাটের জার্সি যত্ন করে ফ্রেম বাঁধিয়ে ড্রয়িংরুমে সাজালেন বাংলাদেশের ক্রিকেটার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 11:20 AM

কলকাতা: বাড়ির ড্রয়িংরুমের একদিকে তাঁর নিজের জার্সি ঝোলানো। তাতে প্রচুর মানুষের সই। ওই দেওয়ালেরই আরও এক প্রান্তে যত্ন করে ফ্রেম বাঁধিয়ে ঝোলানো বিরাট কোহলির (Virat Kohli) জার্সি। দেখলে চমকে যেতে হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) এভাবেই চমকে দিয়েছেন ভারতের ক্রিকেট সমর্থকদের। ২০২২ সালের শেষদিকে ভারতীয় দল বাংলাদেশ সফরে গিয়েছিল। সে বার বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ভারতীয় দলকে বেশ বেগ দিয়েছিলেন। ওডিআই থেকে টেস্ট সিরিজ, দুটিতেই বিরাটদের সমস্যায় ফেলেন মেহেদি। মীরপুর টেস্টের পর ২৫ বছরের তরুণ ক্রিকেটারকে ডেকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশী ক্রিকেটারের (Bangladesh Cricket) পারফরম্যান্সে মুগ্ধ হন তিনি। বিরাটের দেওয়া উপহারকে সসম্মানে নিজের বাড়িতে রেখে দিয়েছেন মিরাজ। বিস্তারিত রইল Tv9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

গত বছর বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলে ভারত। টিম ইন্ডিয়াকে ওডিআই সিরিজ হারতে হয়েছিল। তাতে বড় ভূমিকা নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। টেস্ট সিরিজেও নিজের সেরাটা দেন মেহেদি। মীরপুর টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। তবুও দলকে জেতাতে পারেননি। বাংলাদেশের ক্রিকেটারের দুঃখ এক লহমায় ভুলিয়ে দেন বিরাট কোহলি। সিরিজ শেষে তাঁকে সই করা জার্সি উপহার দেন। তাতে লেখা ছিল, To Mehidy, Best Wishes। পরে সংবাদমাধ্যমের সামনে মেহেদি হাসান জানান, তিনিই ওডিআই সিরিজের সময় বিরাটের কাছ থেকে সই করা জার্সি চেয়েছিলেন। সিরিজ শেষ হতেই কাঙ্খিত উপহার পেয়ে যান।

Virat Kohli Mehdy Hasan Jersey

মেহেদির বাড়ির ড্রয়িংরুমে ফ্রেম বাঁধানো বিরাট কোহলির জার্সি

মীরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ২২ বল খেলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। বিরাটকে সাজঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের তরুণ তুর্কি তাঁর প্রিয় ক্রিকেটারের উইকেট পেয়ে উচ্ছ্বসিত হয়ে যান। তাই জার্সি উপহার দেওয়ার সময় বিরাট মজা করে বলেছিলেন, “আউটও করলে আবার আমার জার্সি নিয়েও যাচ্ছ।”