কলকাতা : সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের জোরে বোলার এবাদত হোসেন (Ebadot Hossain)। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে চোট পান এবাদত। এশিয়া কাপে থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবাদতের চোটের যা পরিস্থিতি তাতে অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা। লন্ডনে এবাদতের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। কতদিনে সুস্থ হয়ে উঠবেন তিনি? বাংলাদেশের (Bangladesh Cricket) টিম চিকিৎসক দেবাশিস চৌধুরী এই বিষয়ে মুখ খুলতে নারাজ। হাঁটুর অস্ত্রোপচারের ধাক্কা সামলে চট করে মাঠে ফেরা সহজ নয়। এদিকে ৩৫ দিনের মধ্যে শুরু হয়ে যাবে ওডিআই বিশ্বকাপ। ধরে নেওয়াই যায়, বিশ্বকাপে এবাদত হোসেনকে ছাড়াই মাঠে নামতে হবে সাকিব আল হাসানদের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেও দলের তারকা বোলার এবাদত হোসেন বাঁ পায়ের হাঁটুতে চোট পান। সেই সময়ে চোট গুরুতর বলে মনে হয়নি। যে কারণে এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এবাদত। পরে চোটের জন্য তিনি নাম প্রত্যাহার করে নেন। তাঁর পরিবর্ত হিসেবে নির্বাচকরা তানজিম হাসান তামিমের নাম ঘোষণা করে। চলতি সপ্তাহে লন্ডনে গিয়ে হাঁটু স্পেশালিস্টের পরামর্শ নেন এবাদত। খেলোয়াড়ি জীবনে এই প্রথম বার অস্ত্রোপচার টেবলে উঠলেন তিনি।
চোট পাওয়ার আগে পর্যন্ত সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ফর্মে থাকা বোলারদের মধ্যে একজন ছিলেন এবাদত হোসেন। গতবছর অগস্ট মাসে ওডিআই ফরম্যাটে অভিষেকের পর থেকে ২২টি উইকেট নিয়েছেন এবাদত। অভিষেকের পর থেকে বাংলাদেশের শীর্ষ উইকেট সংগ্রহকারী বোলার তিনি। চোটের কবলে পড়ে ওডিআই বিশ্বকাপ স্বপ্ন ফিকে হচ্ছে এবাদতের। সাকিবরাও বিপাকে।