AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh, ICC: টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘না’, বাংলাদেশ যাচ্ছে আইসিসি

International Cricket Council, Bangladesh: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। সরকার ও বোর্ডের সম্পর্কও তলানিতে। জট কী ভাবে ছাড়বে, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সরাসরি বৈঠকের জন্য় তড়িঘড়ি বাংলাদেশ সফরে যাতে পারে আইসিসি।

Bangladesh, ICC: টি-টোয়েন্টি বিশ্বকাপ 'না', বাংলাদেশ যাচ্ছে আইসিসি
বাংলাদেশের পথে ICC
| Edited By: | Updated on: Jan 16, 2026 | 6:12 PM
Share

কলকাতা: ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ, এ নিয়ে পরিস্থিতি আরও জটিল হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। সরকার ও বোর্ডের সম্পর্কও তলানিতে। জট কী ভাবে ছাড়বে, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সরাসরি বৈঠকের জন্য় তড়িঘড়ি বাংলাদেশ সফরে যাতে পারে আইসিসি। আগামী মাসে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটে এখন তীব্র সঙ্কট। এক কর্তা মন্তব্যের জেরে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তা সামাল দিতে হিমশিম খাচ্ছে বোর্ড। আর তাতেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যা নিয়ে গভীর উদ্বেগে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। এর মধ্যে আবার বিসিবি জানিয়েছে, দল ভারতে যাবে না। শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি।

গত সপ্তাহে বিসিবি ও আইসিসির মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর থেকেই বিষয়টি আবার আলোচনায় আসে। ওই বৈঠকে নিরাপত্তার প্রসঙ্গ তুলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে বিসিবি। আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই প্রকাশিত। তাই বিসিবিকে পূনর্বিবেচনার অনুরোধ করে। বিসিবির সদস্য় আসিফ নজরুল বলেন, “আমাদের ভেনু বদলের কোনও সুযোগ নেই। আমরা বিশ্বকাপ খেলতে আগ্রহী। শ্রীলঙ্কায় ম্যাচগুলো দেওয়া হোক। এটা অসম্ভব নয়, করা যেতেই পারে।” দুই দেশের রাজনৈতিক জটিলতার কারণে বিষয়টি আরও ঘোরালো হয়ে উঠেছে।

কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দিয়েছে। তার পর থেকেই তৈরি হয় জটিলতা। মুস্তাফিজুরকে ছাঁটাই করাকে বাংলাদেশ অপমান হিসেবে নিয়েছে। আইসিসির সঙ্গে বৈঠকের পর বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেছেন, “আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আমরা ভারতে যাচ্ছি না। বিসিবি বিকল্প পথ খুঁজছে। আলোচনার পথ খোলা আছে।”

সব মিলিয়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ ভেনু নিয়ে আইসিসির বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরের পর কি জট খুলবে?