Asia Cup 2023: অবাক কাণ্ড! এশিয়া কাপের আগে আগুনের উপর হাঁটলেন সাকিব আল হাসানের সতীর্থ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2023 | 5:40 PM

Mohammad Naim: বর্তমানে লাইমলাইটে রয়েছেন বাংলাদেশের ওপেনার মহম্মদ নাইম। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে।

Asia Cup 2023: অবাক কাণ্ড! এশিয়া কাপের আগে আগুনের উপর হাঁটলেন সাকিব আল হাসানের সতীর্থ
অবাক কাণ্ড! এশিয়া কাপের আগে আগুনের উপর হাঁটলেন সাকিব আল হাসানের সতীর্থ
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: পরীক্ষা থাকলে ছোট-বড় সকলেরই একটা টেনশন থাকে। আর যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো থাকলে চিন্তা কম হয়। ক্রীড়াবিদরা তাঁদের দৈন্যন্দিন জীবনে প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে চলেছেন। যদিও ভাবা হয় কোনও মেগা টুর্নামেন্টের জন্য কোনও ক্রিকেটার কেমন প্রস্তুতি নেন? সেই ক্রিকেটার ব্যাটার হলে নিজের ব্যাটিং নিয়ে কাজ করবেন। তা আরও উন্নত করার চেষ্টা করবেন। সেই ক্রিকেটার বোলার হলে তিনি নিজের বোলিং আরও উন্নত করার চেষ্টা করবেন এবং বোলিং অনুশীলন করবেন। আর যদি সেই ক্রিকেটার অলরাউন্ডার হন, তা হলে তিনি ব্যাটিং ও বোলিং উভয় বিভাগ নিয়ে কাজ করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের (Bangladesh) এক ক্রিকেটার আগুনের উপর হেঁটে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) প্রস্তুতি নিচ্ছেন। কে সেই ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কোনও মেগা ইভেন্টের জন্য কোনও ক্রিকেটার আগুনের উপর হাঁটতে পারেন, তা-ও আবার হয় নাকি? হ্যাঁ হয়। ওপার বাংলাতেই হয়েছে। এশিয়া কাপ শুরু হতে আর দিন দশেক দেরি রয়েছে। এশিয়ার যে দেশগুলি এই টুর্নামেন্টে খেলবে, তারা জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ ওপেনার মহম্মদ নাইম। তিনিই এ বার আগুনের উপর হেঁটে এশিয়া কাপের জন্য নিজেকে তৈরি করছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ মহম্মদ নাইমের আগুনের উপর হাঁটার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ক্রিকেটের কোনও বড় ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে গেলে সেই ক্রিকেটারের মানসিক শক্তি ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়। মানসিক শক্তি বাড়ানোর জন্য এ বার অনুশীলন করতে দেখা গিয়েছে বাংলাদেশি ওপেনার মহম্মদ নাইমকে। এই মানসিক শক্তি বাড়ানোর অংশ হিসেবেই মহম্মদ নাইমকে ফায়ার ওয়াকিং করতে দেখা যায়। তাতে জ্বলন্ত কয়লার উপ দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসেন মহম্মদ নাইম। সেই সময় তাঁর পাশেই ছিলেন তাঁর ট্রেনারও। উল্লেখ্য, চলতি বছরেই মহম্মদ নাইমের ওডিআইতে অভিষেক হয়েছে।

দেখে নিন জলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা বাংলাদেশি ব্যাটার মহম্মদ নাইমের ভিডিয়ো —

Next Article