Bangladesh Premier League: মুস্তাফিজের ইস্যুতে আইপিএল থেকে বাদ, জল্পনা ওড়ালেন ঋধিমা!

BPL, Ridhima Pathak, Mustafizur Rahman: এই জল্পনার অবসান ঘটিয়ে ঋধিমা স্পষ্ট জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়া হয়নি। তিনিই দায়িত্ব ছেড়েছেন। ইনস্টাগ্রাম পোষ্টে তিনি লেখেন, “একটি প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্যি নয়। আমার কাছে দেশ সব কিছুর আগে।

Bangladesh Premier League: মুস্তাফিজের ইস্যুতে আইপিএল থেকে বাদ, জল্পনা ওড়ালেন ঋধিমা!
বাংলাদেশের প্রতিশোধ?

Jan 07, 2026 | 7:12 PM

কলকাতা: মুস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ থেকে বাদ পড়ায় বাংলাদেশে ব্যাপক আলোড়ন পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে একাধিক জল্পনা। দুই দেশের ক্রিকেট সম্পর্কে এর প্রভাব পড়েছে গভীর। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্য়মের দাবি, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় ‘প্রতিশোধ’ নিয়েছে বাংলাদেশ। কীভাবে? বিপিএলের সঞ্চালনার ভূমিকায় থাকা এক ভারতীয় সঞ্চালক ঋধিমা পাঠককে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের এই দাবি নিয়ে হইচই পড়ে গিয়েছে।

এই জল্পনার অবসান ঘটিয়ে ঋধিমা স্পষ্ট জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়া হয়নি। তিনিই দায়িত্ব ছেড়েছেন। ইনস্টাগ্রাম পোষ্টে তিনি লেখেন, “একটি প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্যি নয়। নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে এই টুর্নামেন্ট থেকে আমিই সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশ সব কিছুর আগে। ক্রিকেট আমার জীবনে গুরুত্বপূর্ণ ঠিকই,তবে দেশের আগে নয়। বছরের পর বছর সততা এবং আবেগ দিয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত। সেটা একই রকম বজায় থাকবে। আমি সবসময় ক্রিকেটের চেতনাকেই সমর্থন করব।” দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কথাটি মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত দেন।

ঋধিমা আইএলটি২০-তে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। জানুয়ারি ৪ পর্যন্ত দুবাইয়ে ছিলেন। প্রথম বারের মতো ডেজার্ট ভাইপার্স শিরোপাও জিতেছেন। আইএলটি২০ শেষ হওয়ার পরই বিপিএলে যোগ দেওয়ার কথা ছিল ঋধিমার। পাকিস্তানের সঞ্চালক জাইনাব আব্বাস, প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস, রমিজ রাজা, ড্যারেন গফের সঙ্গে কাজ করার কথা ছিল। সে সব এখন অতীত। ঋধিমা নিজেই সরে দাঁড়িয়েছেন বিপিএল থেকে।