Sakib: সাকিবকে নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট, ক্ষমা চেয়েই পার পেলেন!
Bangladesh Cricket Controversy: বছর খানেক আগে কর্মজীবী নারীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে সাকিব। নারীরা চাকরি করলে কী কী ‘নেতিবাচক’ দিক, এসব মন্তব্য তুলে ধরেন। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সাকিব। তাঁর দাবি, তিনি মোটেও নারী-বিদ্বেষমূলক মনোভাব রাখেন না। তাহলে এই ধরনের পোস্ট কেন? এই নিয়েও প্রবল বিতর্ক।

কলকাতা: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটই ভারত অধিনায়ক রোহিত শর্মার। শেষ অবধি ম্যাচটি জেতে বাংলাদেশ। এরপরই তাঁর পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্কের ঝড় তোলে। তানজিম হাসান সাকিব। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এ বার সিনিয়র দলে। বিশ্বকাপের ভাবনাতেও রয়েছেন। এশিয়া কাপের সুপার পর্বেই বিদায় নেয় বাংলাদেশ। প্রথম দু-ম্যাচ হারলেও শেষ ম্যাচে ভারতকে হারিয়ে দেয়। স্বপ্নের অভিষেক হয় সাকিবের। কর্মজীবী নারীদের নিয়ে তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। ক্ষমাও চেয়েছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বছর খানেক আগে কর্মজীবী নারীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে সাকিব। নারীরা চাকরি করলে কী কী ‘নেতিবাচক’ দিক, এসব মন্তব্য তুলে ধরেন। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সাকিব। তাঁর দাবি, তিনি মোটেও নারী-বিদ্বেষমূলক মনোভাব রাখেন না। তাহলে এই ধরনের পোস্ট কেন? এই নিয়েও প্রবল বিতর্ক।
সাকিবের পোস্টটি নিয়ে নড়চড়ে বসতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস খান সাংবাদিকদের জানান, বোর্ড এই তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তার কথায়, ‘আমরা সাকিবের সঙ্গে কথা বলেছি। ফেসবুকে ও যে পোস্টটি করেছিল সেটা নিয়ে জানতে চেয়েছিলাম। ও বলে, কাউকে আঘাত করা ওর উদ্দেশ্য ছিল না। পোস্টটি ওরই করা, সেটা স্বীকার করে নিয়েছে। ওকে পরিষ্কার বলা হয়েছে, ভবিষ্যতে ওর আচরণে নজর রাখা হবে। এ ধরনের বিষয় বরদাস্ত করা হবে না।’
সাকিবের বিরুদ্ধে আপাতত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই বাংলাদেশ সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই তাঁর এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে রেয়াত করেনি। ওলি রবিনসনকে নির্বাসিত করা হয়েছিল।