T20 WC 2024: সুপার এইটে জায়গা এক, লড়াইয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস; কিং মেকার নেপাল!

Jun 16, 2024 | 8:37 PM

ICC MEN’S T20 WC 2024: ভারতীয় সময় অনুযায়ী কাল সকালে ৫টা ও ৬টা, এক ঘণ্টার ব্যবধানে শুরু হচ্ছে গ্রুপ ডি-র দুটি ম্যাচ। বাংলাদেশ খেলবে নেপালের বিরুদ্ধে। অন্য দিকে নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা ও নেপালের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে। তবে এই দুই দলের উপরই নির্ভর করছে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ভাগ্য! অঙ্ক কী বলছে? দেখে নেওয়া যাক।

T20 WC 2024: সুপার এইটে জায়গা এক, লড়াইয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস; কিং মেকার নেপাল!
Image Credit source: X

Follow Us

শুধু কি রাজনীতিতেই কিং মেকার হয়! আপাতত এই পরিস্থিতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও। সুপার এইটের সাতটি দল নিশ্চিত। জায়গা খালি রয়েছে একটি। গ্রুপ ডি থেকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের দৌড়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু তারা হারলে! সুযোগ রয়েছে নেদারল্যান্ডসেরও। আর এই পরিস্থিতিতে কিং মেকার হয়ে উঠতে পারে প্রথম বার বিশ্বকাপ খেলতে নামা নেপাল।

ভারতীয় সময় অনুযায়ী কাল সকালে ৫টা ও ৬টা, এক ঘণ্টার ব্যবধানে শুরু হচ্ছে গ্রুপ ডি-র দুটি ম্যাচ। বাংলাদেশ খেলবে নেপালের বিরুদ্ধে। অন্য দিকে নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা ও নেপালের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে। তবে এই দুই দলের উপরই নির্ভর করছে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ভাগ্য! অঙ্ক কী বলছে? দেখে নেওয়া যাক।

বাংলাদেশের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। নেদারল্যান্ডসের ২ পয়েন্ট। শুধু পয়েন্টের নিরিখেই নয়, নেট রান রেটেও বাংলাদেশ অনেকটা এগিয়ে। বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয় কোনও অঙ্কের প্রয়োজন নেই। ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে যোগ দেবে বাংলাদেশ। নেপালকে অবশ্য হালকা নেওয়ার জায়গা নেই। এশিয়া কাপের মঞ্চে প্রথম বার খেলার সুযোগ পেয়েই নজর কেড়েছিল। তেমনই বিশ্বকাপে জিততে না পারলেও গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্পের জন্য অঘটন হয়নি। মাত্র ১ রানে হেরেছিল নেপাল। তাদের একটি ম্যাচ বৃষ্টিতেও ভেস্তে গিয়েছিল।

নেপাল যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশকে! ২ ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও বাংলাদেশ যে বিধ্বংসী ক্রিকেট খেলছে, তা কিন্তু নয়। নেপালের কাছে হারানোর কিছু নেই। শেষ ম্যাচে মরণ কামড় দিতেই নামবে তারা। নেপাল বড় ব্যবধানে জিতলে নেট রান রেট কমবে বাংলাদেশের। এখানেই মিরাকল হতে পারে নেদারল্যান্ডসের।

এ বারের বিশ্বকাপেও হতাশার পারফরম্যান্স শ্রীলঙ্কার। তাদেরও লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জিতেই দেশে ফেরা। নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে এবং অন্য ম্যাচে বাংলাদেশ যদি হারে, ডাচদের কাছে ক্ষীণ সুযোগ থাকবে রান রেটে সুপার এইটে যাওয়ার। এর জন্য অবশ্য সত্যিই মিরাকল প্রয়োজন।

Next Article