ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য শ্রীলঙ্কার, সামনে টাইগার্সরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 06, 2023 | 8:30 AM

ICC World Cup, Bangladesh vs Sri Lanka: বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওডিআইতে মোট ৫৩বার মুখোমুখি হয়েছে। তাতে শ্রীলঙ্কা জিতেছে ৪২ বার। আর বাংলাদেশ মাত্র ৯ বার। ২টি ম্যাচ অমীমাংসিত। ওডিআই বিশ্বকাপের কথা ধরলে, এই মেগা ইভেন্টে দুই দলের ক্রিকেটাররা মুখোমুখি হয়েছিলেন তিন বার। তার মধ্যে তিনবারই জেতে শ্রীলঙ্কা। আজ কি এই পরিসংখ্যান বদলে দেবে বাংলাদেশ?

ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য শ্রীলঙ্কার, সামনে টাইগার্সরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি
ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য শ্রীলঙ্কার, সামনে টাইগার্সরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের দৌড়ে আর নেই সাকিব আল হাসানের বাংলাদেশ (Bangladesh)। আর ৭ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকেই গিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। এই পরিস্থিতিতে রাজধানীতে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দিল্লির ধোঁয়াশায় যদিও এই ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি করেছে। শ্রীলঙ্কার লক্ষ্য বাকি দু-ম্যাচ জিতে প্রথম সাতেই থাকা। তেমনটা করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পারবে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্যও গ্রুপ লিগের বাকি ২ ম্যাচ জেতা। অন্য দলগুলির আগামী কয়েকটি ম্যাচের ফলাফলেও নজর থাকবে বাংলাদেশের। অবশ্য এই হিসেব নিকেশ কষার আগে যাাবতীয় নজর আজকের ম্যাচেই থাকবে সাকিব-লিটনদের। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোন গড়তে পারেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওডিআইতে মোট ৫৩বার মুখোমুখি হয়েছে। তাতে শ্রীলঙ্কা জিতেছে ৪২ বার। আর বাংলাদেশ মাত্র ৯ বার। ২টি ম্যাচ অমীমাংসিত। ওডিআই বিশ্বকাপের কথা ধরলে, এই মেগা ইভেন্টে দুই দলের ক্রিকেটাররা মুখোমুখি হয়েছিলেন তিন বার। তার মধ্যে তিনবারই জেতে শ্রীলঙ্কা। আজ কি এই পরিসংখ্যান বদলে দেবে বাংলাদেশ? তার আগে জেনে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

১. সাদিরা সমরবিক্রমা – ওডিআইতে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে হলে সাদিরা সমরবিক্রমাকে করতে হবে আর ৫৪ রান।

২. মহেশ থিকশানা – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য মহেশ থিকশানার প্রয়োজন আর ৩টি উইকেট।

৩. অ্যাঞ্জেলো ম্যাথেউস -আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য অ্যাঞ্জেলো ম্যাথেউসের প্রয়োজন আর ১০০ রান।

৪. রহিম – ওডিআইতে ১০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য রহিমের চাই আর ২টি উইকেট।

৫. নাজমুল হোসেন শান্ত – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য নাজমুল হোসেন শান্তর আর প্রয়োজন ৫ রান।

 

Next Article