নয়াদিল্লি: গ্রুপ পর্বের শেষের দিকে এসে পৌঁছেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আজ,রবিবার ৩৭তম ম্য়াচে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি ভারত (Team India)-দক্ষিণ আফ্রিকা। দুই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজকের ম্যাচে একটাই লড়াই গ্রপ পর্বে শীর্ষে থাকা। কাল, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন দিল্লীতে মুখোমুখি বাংলাদেশ (Bangladesh) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। দুই দলেরই সেমিফাইনালের স্বপ্ন কার্যত ব্যর্থ। সোমবারে নিয়মরক্ষার ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। দিল্লিতে উর্দ্ধমুখী বায়ুদূষণের পারদ। যে কারণে শনিবারের অনুশীলন বাতিল করেছে দুই দল। এই পরিস্থিতে সোমবারের ম্যাচও প্রশ্নের মুখে। সোমবার কখন মুখোমুখি হবে দুই দল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কবে হবে?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি হবে সোমবার, ৬ নভেম্বর।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কখন হবে?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির টস কখন হবে?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কোথায় হবে?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কোথায় দেখবেন?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।