নয়াদিল্লি: দেখতে-দেখতে তেইশের বিশ্বকাপের লিগ পর্ব শেষের দিকে। এ বারের বিশ্বকাপ (ICC World Cup 2023) নানা অঘটন দেখেছে। তেমনই একটা রেকর্ডও হতে দেখল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু-দলই ধারাবাহিক ভাবে ব্যর্থ। অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার শ্রীলঙ্কাকে হারাল তারা। ম্যাচে অবশ্য উত্তপ্ত পরিবেশ বজায় থাকল। অ্যাঞ্জেলো ম্যাথিউস বিরল টাইমড আউট হন। বাংলাদেশের স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও প্রশ্ন ওঠে। ক্ষুব্ধ শ্রীলঙ্কা শিবির। ম্যাচ শেষে সৌজন্যমূলক হাত মেলাতে দেখা গেল না। এই ম্যাচে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
বিতর্কিত মুহূর্ত, দ্রুত উইকেট হারিয়ে চাপ। অবশেষে ঐতিহাসিক জয়। বিস্তারিত পড়ুন : সরগরম ম্যাচ; বিশ্বকাপে প্রথম বার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
অধিনায়ক সাকিব আল হাসানের পর নাজমুল হাসান শান্তকেও ফেরালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই সেট ব্যাটারকে
রান তাড়ায় শতরানের জুটি গড়লেন নাজমুল হাসান শান্ত এবং অধিনায়ক সাকিব আল হাসান। এই বিশ্বকাপে বাংলাদেশ কোনও সেঞ্চুরি পার্টনারশিপ গড়ল।
তৃতীয় ওভারের প্রথম বলে মধুশঙ্কা তুলে নিলেন তানজিদ হাসানের উইকেট। শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ।
টার্গেট ২৮০। রান তাড়া করতে নামল বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ হাসান।
নির্ধারিত ৫০ ওভার পূরণ হতে আর বাকি ছিল ৩টি বল। তার আগেই ২৭৯ রানে অলআউট শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে শতরান পূর্ণ করলেন চরিথ আসালঙ্কা। দল যখন প্রবল চাপে সেই সময় ১০১ বলে শতরান আসালঙ্কার।
শরিফুল ইসলাম তুলে নিলেন মহেশ থিকশানার উইকেট। ২২ রান করে মাঠ ছাড়লেন থিকশানা।
আবার উইকেট! প্যাভিলিয়নে ফিরলেন ধনঞ্জয় ডি সিলভা।
ভাঙা হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নতুন হেলমেট আনাতে খানিক দেরি হয়। এরপরই টাইগার অধিনায়ক সাকিবের আবেদনে ম্যাথিউসকে না খেলেই আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।
সাদিরা সমরবিক্রমের উইকেট হারাল শ্রীলঙ্কা।
হাফ সেঞ্চুরি হল না! ৪১ রান করেই ফিরলেন পাথুম নিশঙ্কা।
ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। এ বার ফিরলেন কুশল মেন্ডিস। ১৯ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন তিনি।
শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। এই শুরুর ১০ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৫২ রান। ক্রিজে কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্কা।
শুরুতেই ধাক্কা। কুশল পেরেরাকে ফেরালেন শরিফুল।
শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে কুশব পেরেরা ও পাথুম নিশঙ্কা।
টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বিস্তারিত পড়ুন: পরিবেশের মতোই ‘ধোঁয়াশা’র ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ