IND vs PAK, ICC World Cup: ‘ব্যস খেল হি তো হ্যায়…’, বাবর-শাহিনদের মন ছুঁয়ে গেল ভারত-পাক ম্যাচ নিয়ে কবিতা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 14, 2023 | 5:37 AM

ICC ODI World Cup: ভারতে পা রাখার পর থেকে এ দেশের আতিথেয়তা মন ছুঁয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যদের। আমেদাবাদে আজ মুখোমুখি বিশ্বকাপের (ICC ODI World Cup) ম্যাচে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রাত পোহালেই ভারত-পাক ম্যাচ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মহারণের জন্য তৈরি বিরাট-বাবররা।

IND vs PAK, ICC World Cup: ব্যস খেল হি তো হ্যায়..., বাবর-শাহিনদের মন ছুঁয়ে গেল ভারত-পাক ম্যাচ নিয়ে কবিতা
IND vs PAK, ICC World Cup: 'ব্যস খেল হি তো হ্যায়...', বাবর-শাহিনদের মন ছুঁয়ে গেল ভারত-পাক ম্যাচ নিয়ে কবিতা

Follow Us

আমেদাবাদ: বাইশ গজ মুখরিত হয়, যখন মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ভারতে পা রাখার পর থেকে এ দেশের আতিথেয়তা মন ছুঁয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যদের। আমেদাবাদে আজ মুখোমুখি বিশ্বকাপের (ICC ODI World Cup) ম্যাচে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রাত পোহালেই ভারত-পাক ম্যাচ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মহারণের জন্য তৈরি বিরাট-বাবররা। তার আগে বাবর-শাহিনদের মন ছুঁয়ে গেল ভারত-পাক (IND vs PAK) ম্যাচ নিয়ে কবিতা। জনপ্রিয় রেডিয়ো জকি (আরজে) প্রবীণ সেই কবিতা শুনিয়েছেন গ্রিন আর্মির সদস্যদের। যে ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রিকেট বিশ্বকাপের ইন্সটাগ্রামে এক ভিডিয়োতে দেখা গিয়েছে আরজে প্রবীণ এক কবিতা শুনিয়েছেন বাবর-শাদাব-শাহিনদের। যেখানে প্রবীণ বলেন, ‘অ্যায়সা নেহি লাগতা কী উস বাত কা এক জামানা হুয়া… কিউকি ২০১৬ কে বাদ আব আনা হুয়া… ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখনে কে লিয়ে, দোস্তোকো হামনে অউর আপনে ছুট্টি কে লিয়ে ঝুট বোলতে হুয়ে দেখা হ্যায়। জশন দোনো তরফ বরাবর হ্যায়। বাস বিচ ম্যায় এক সীমারেখা হ্যায়। ইয়ে ও খেল হ্যায় জিসকে লিয়ে হামনে ছাত পে যা কর অ্যান্টেনা ঘুমায়া হ্যায়। অউর জিসনে আচ্ছা নেহি খেলা উনসে রুঠকর উনকা পোস্টার ব্যস কুছ দিনো কে লিয়ে আপনে কামরেসে হাটায়া হ্যায়। ইয়ে খেল কিসি তিওহার সে কম নেহি হোতা। কোই গম কে, তো কোই খুশি কে আঁসু হ্যায় রোতা। ইয়ে বাবর ভার্সেস বুমরা, শাহিন ভার্সেস বিরাট ম্যায় মাজা তো হ্যায়। পর সো বাত কী এক বাত ব্যস খেল হি তো হ্যায়। অ্যায়সা নেহি লাগতা? কী উস বাত কো এক জামানা হুয়া কিউকি ২০১৬ কে বাদ অব আনা হুয়া।’

এই ছয়-সাত লাইনের হিন্দি কবিতার সারমর্ম, ২০১৬ সালের পর ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট টিম। অতীতে এই ম্যাচের জন্য সকলে মিথ্যে কথা বলে অনেক বার ছুটি নিত। যে দলই জিতুক দুই দেশের সেলিব্রেশন হয়। কিন্তু মাঝে রয়েছে একটা সীমারেখা। অবশ্য ক্রিকেটে কোনও সীমারেখা নেই। আগে এই ম্যাচের জন্য ছাদে গিয়ে অনেক সময় টেলিভিশনে ছবি না আসলে অ্যান্টেনা ঘোরাতে হত। কোনও প্রিয় ক্রিকেটার রান না পেলে তাঁর পোস্টার রুম থেকে তুলে দিত অনেকেই। এই ম্যাচ কোনও উৎসবের থেকে কম নয়। জিতলে খুশির কান্না, হারলে দুঃখের কান্না দেখা যায়। বাবর বনাম বুমরা, শাহিন বনাম বিরাট দেখে মজা তো হয়। কিন্তু যা-ই বলো আর না বলে এটা তো শুধুই খেলা…

জনপ্রিয় ভারতীয় আরজে প্রবীণের এই কবিতা শুনে শাহিন আফ্রিদি বলেন, ‘পুরো সত্যিতা আপনি তুলে ধরলেন। যেভাবে এখানে অভ্যর্থনা পেয়েছি, তাতে মনে হয়েছে বাড়িতেই রয়েছি।’ পাক অধিনায়ক বাবর আজম এই কবিতা শুনে বলেন, ‘সব দেশেই খেলেছি। ভারতেই খেলা হয়নি। সেটাও এ বার হয়ে গেল। ভালো ইয়াদ নিয়ে যাব।’ বাবরের পাশাপাশি সিনিয়র পাক ক্রিকেটার ইফতিকার আহমেদ বলেন, ‘আপনি ঠিকই বলছেন। আগে আমরা এই ম্যাচের জন্য ছাদে গিয়ে অ্যান্টেনা ঠিক করতাম।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Next Article