IND vs PAK, World Cup 2023: মহারণের আগে বিনোদন, বিস্তারিত জানাল বোর্ড

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 13, 2023 | 6:52 PM

ICC ODI World Cup 2023: বিসিসিআইয়ের তরফে অনুষ্ঠানসূচীও প্রকাশ করা হয়েছে। দুপুর ১২.৩০ টায় শুরু হবে এই প্রি-ম্যাচ সেরেমনি। সাধারণত খেলার ২ ঘণ্টার আগে স্টেডিয়ামে প্রবেশের অধিকার পান দর্শকরা। তবে এ বার তা বাড়িয়ে ৪ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ বেলা ১১ টায় স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

IND vs PAK, World Cup 2023: মহারণের আগে বিনোদন, বিস্তারিত জানাল বোর্ড
ভারত-পাকিস্তান প্রি-ম্যাচ সেরেমনি

Follow Us

আমেদাবাদ:যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরই সেই বহু প্রতিক্ষিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব। মোতেরায় এখন উৎসবের হাওয়া। টিকিটের হাহাকার যেমন রয়েছে, তেমনই রমরমিয়ে চলছে কালোবাজারিও। এর মাঝেই কোনও রকমে টিকিট জোগাড় করে ফেলেছেন যে ভাগ্যবানরা তাঁদের জন্য রয়েছে বড় ধামাকা। ক্রিকেট বিনোদন তো আছেই, সেই সঙ্গে বাড়তি পাওনা এক ঝাঁক শিল্পীর লাইভ পারফরম্যান্স। হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচর আগে এক জমকালো আসরের আয়োজন করেছে বিসিসিআই। অরিজিৎ সিংয়ের গান তো আছেই, আর কোন-কোন তারকা উপস্থিত থাকবেন এই জমাটি আসরে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে এ বারের বিশ্বকাপ। ১২ বছর পর ভারতের কাছে সুযোগ এসেছে বিশ্বকাপ আয়োজন করার। তাও কোনও রকম জাঁকজমক ছাড়াই বিশ্বকাপের সূচনা? নানা প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তবে এ বার সব সমালোচনা জবাব দিতে চাঁদের হাটের আয়োজন করেছে ফেলেছে বিসিসিআই। ভারত-পাকিস্তান মহারণের আগে স্টেডিয়াম মাতাতে থাকছেন এক ঝাঁক শিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং,সুনিধি চৌহান বাদ থাকছেন না কেউ-ই। অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ শুক্রবার স্টেডিয়ামে মহড়ায় দেখা গেল সুনিধিকে।

বিসিসিআইয়ের তরফে অনুষ্ঠানসূচীও প্রকাশ করা হয়েছে। দুপুর ১২.৩০ টায় শুরু হবে এই প্রি-ম্যাচ সেরেমনি। সাধারণত খেলার ২ ঘণ্টার আগে স্টেডিয়ামে প্রবেশের অধিকার পান দর্শকরা। তবে এ বার তা বাড়িয়ে ৪ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ বেলা ১১ টায় স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ভক্তরা। শেষ মুহূর্তের ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বোর্ডের। ভারত-পাক ম্যাচের টিকিটের হাহাকার মেটাতে আরও কয়েক হাজার বাড়তি টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আমেদাবাদ শহর। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ১১ হাজার পুলিশ।

Next Article