IPL 2023 Playoffs : আইপিএলের প্লে অফ কবে? ঘোষণা সূচি থেকে ভেনু, রইল বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 22, 2023 | 8:31 AM

IPL 2023 : বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হল ১৬তম আইপিএলের প্লে অফের সূচি ও ভেনু। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল হবে ২৮ মে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

IPL 2023 Playoffs : আইপিএলের প্লে অফ কবে? ঘোষণা সূচি থেকে ভেনু, রইল বিস্তারিত
IPL 2023: আইপিএলের প্লে অফ কবে? ঘোষণা সূচি থেকে ভেনু, রইল বিস্তারিত
Image Credit source: BCCI

Follow Us

নয়াদিল্লি: ধীরে ধীরে ১৬তম আইপিএল (IPL 2023) বেশ জমে উঠেছে। আগেই জানা গিয়েছিল এ বারের আইপিএলের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ২৮ মে। আজ, শুক্রবার চিপকে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। সেই ম্যাচের টসের পরই বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে ঘোষণা করা হল চলতি আইপিএলের প্লে অফের সূচি থেকে ভেনু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১৬তম আইপিএলের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল আমেদাবাদ। ২০২২ সালের আইপিএল মুম্বই ও পুনের ৪টি ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল। এ বার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরেছে আইপিএল। গত মরসুমে প্লে অফের দু’টি ম্যাচ পেয়েছিল কলকাতা। এ বার প্লে অফের একটি ম্যাচও আয়োজন করার সুযোগ পেল না কলকাতা।

চলতি আইপিএলে গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচে খেলছে ১০ টি ফ্র্যাঞ্চাইজি। ২১ মে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরপর ১ দিনের বিশ্রাম। ২৩ তারিখ থেকে শুরু হবে প্লে অফ। এরপর ২৮ মে হবে ভারতের কোটিপতি লিগের ফাইনাল।

আইপিএল – ২০২৩ এর প্লে অফ ও ফাইনালের সূচি

১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (টিম ১ বনাম টিম ২), ভেনু – চেন্নাই

২) ২৪ মে – এলিমিনেটর (টিম ৩ বনাম টিম ৪), ভেনু – চেন্নাই

৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেনু – আমেদাবাদ

৪) ২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেনু – আমেদাবাদ

 

Next Article