KKR-র জার্সি গলানো হল না, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলল BCCI

IPL 2026: আইপিএল ২০২৬-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশ হুমকি দিচ্ছিল ভারতের সেভেন সিস্টার্স দখলের, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই।

KKR-র জার্সি গলানো হল না, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলল BCCI
মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ কেকেআর-কে।Image Credit source: PTI

|

Jan 03, 2026 | 11:43 AM

মুম্বই: শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। কেকেআর থেকে ছেড়ে দিতে বলা হল বাংলাদেশি পেসারকে। আইপিএল ২০২৬-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হল।

জানা গিয়েছে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর জন্য কেকেআর-কে চিঠি দিয়েছে বিসিসিআই সচিব। এবারের আইপিএলের নিলামে মোট সাতজন বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই বিক্রি হয়েছিল। ৯.২০ কোটি টাকায় বাংলাদেশি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমানে ভারত-বাংলাদেশের যে পরিস্থিতি, তা নজরে রেখে কেন মুস্তাফিজুর ভারতের আইপিএল খেলবে, তা নিয়ে রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছিল। হুমকির মুখে পড়তে হয় কেকেআরের মালিক শাহরুখ খানকেও। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল বিসিসিআই। দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দিতে বলা হল। বাংলাদেশি খেলোয়াড়ের বদলে অন্য কোনও বিদেশি খেলোয়াড় নিতে পারবে কেকেআর। এমনটাই বলা হয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিতর্ক-জলঘোলা হচ্ছিল। কয়েকদিন ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিলেও, এবার বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানালেন, কেকেআর-কে তাদের টিম থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলি নজরে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৬/১১ হামলার পর থেকেই কোনও পাকিস্তানি খেলোয়াড় আইপিএলে খেলার সুযোগ পায় না। এবার বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও কি একই পথে হাঁটবে বিসিসিআই?