IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য থমকে লখনউয়ের সরকারি ঘোষণা
লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের (RPSG Group)। পঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে লোকেশ রাহুলের সম্পর্ক ছিন্ন হওয়ায়, ক্রিকেটমহলের ধারণা লখনউতেই অধিনায়ক হয়ে যাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমস্যা না মেটা পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করতে পারবে না লখনউ ফ্র্যাঞ্চাইজি। অর্থাত্ কোনও ক্রিকেটারকে সরকারি ভাবে সই করাতে পারবে না আরপিএসজি গ্রুপ।
মুম্বই: আমদাবাদ (Ahmedabad) ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত্ কোন পথে? তার জন্য তিন সদস্যের বিশেষ কমিটি তৈরি করেছে বোর্ড। সিভিসি ক্যাপিটালস (CVC Capitals) আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার পরই নতুন সমস্যা মাথাচাড়া দেয়। সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে একটি বেটিং সংস্থার বিনিয়োগের অভিযোগ ওঠে। ৫ হাজার ৬২৫ কোটি টাকায় আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনে সিভিসি ক্যাপিটালস। কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগেই আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিলের সভা হয়। সেখানেই এই বিষয়টি খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের বিশেষ কমিটি তৈরি করা হয়।
নতুন ২ ফ্র্যাঞ্চাইজির জন্য ক্রিকেটার নেওয়ার সময়সীমাও বাড়িয়েছে বোর্ড (BCCI)। লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিলামের আগে ৩ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমস্যা তৈরি হওয়াতেই ডেডলাইন বাড়ায় বোর্ড। এ বার লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নয়া নির্দেশ সৌরভের বোর্ডের।
লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের (RPSG Group)। পঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে লোকেশ রাহুলের সম্পর্ক ছিন্ন হওয়ায়, ক্রিকেটমহলের ধারণা লখনউতেই অধিনায়ক হয়ে যাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সমস্যা না মেটা পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করতে পারবে না লখনউ ফ্র্যাঞ্চাইজি। অর্থাত্ কোনও ক্রিকেটারকে সরকারি ভাবে সই করাতে পারবে না আরপিএসজি গ্রুপ। সম্প্রতি জার্সি স্পনসরের নাম ঘোষণা করার কথা লখনউ ফ্র্যাঞ্চাইজির। কিন্তু আপাতত সবকিছুই আটকে রয়েছে। বোর্ডের সবুজ সংকেত মিললে তবেই সকারি ভাবে ঘোষণা করতে পারবে লখনউ ফ্র্যাঞ্চাইজি।
বোর্ডের আশা সামনের সপ্তাহেই সব কিছু মিটে যাবে। অর্থাত্ আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে যে সমস্যা রয়েছে তা শীঘ্রই মিটে যাবে বলে আশা করা হচ্ছে। এ দিকে আইপিএল অকশনের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে আইপিএলের মেগা অকশন।
আরও পড়ুন: Vijay Hazare Trophy 2021-22: ‘থালাইভা’র জন্মদিনে সেঞ্চুরি উত্সর্গ ভেঙ্কটেশের