T20 World Cup 2021: আমিরশাহিতেই টি-২০ বিশ্বকাপ, সিলমোহর দিলেন সৌরভ
আজ সোমবার, খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই খবরে সিলমোহর দিলেন।

নয়াদিল্লি: ভারতে (India) নয়, আমিরশাহিতেই (UAE) বসছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। এই খবর বহু দিন ধরেই শোনা যাচ্ছিল। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহও (Jay Shah) সেই ইঙ্গিতই দিয়েছিলেন। আজ সোমবার, খোদ বোর্ড সভাপতি (BCCI president) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই খবরে সিলমোহর দিলেন। করোনার কারণেই এই সিদ্ধান্ত নিতে হল সৌরভের বোর্ডকে।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছি যে, টি-২০ বিশ্বকাপ আরব আমিরশাহিকে স্থানান্তরিত করা হতে পারে। বিশদ বিবরণ তাড়াতাড়ি জানানো হবে।” করোনার কারণেই আইপিএলের (IPL) বাকি ম্যাচ আর দেশের মাটিতে করা গেল না। আমিরশাহিতেই হবে আইপিএল-১৪-র বাকি ম্যাচ গুলি। আর আইপিএল শেষ হলেই টি-২০ বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর থেকে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। অনেক দিন থেকেই করোনার (COVID-19) জন্যই ভারতে কুড়ি-বিশের বিশ্বকাপ চাইছিল না বিদেশি দলগুলো। প্রথম থেকেই আমিরশাহিকেই প্রথম পছন্দের তালিকায় রাখা হয়েছিল। দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ না হলেও, আমিরশাহিতে বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই (BCCI)।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মরুশহরে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। জুন মাসের শুরুতেই আইসিসি চার সপ্তাহ সময় দিয়েছিল বিসিসিআইকে, ভারতে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব কিনা তা খতিয়ে দেখে জানানোর জন্য। ভারতে খুব তাড়াতাড়ি তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি না নেওয়াই সমীচীন মনে করছে সৌরভের বোর্ড।
আরও পড়ুন: T20 World Cup 2021: ভারত নয়, আমিরশাহিতেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর





