BCCI : ৫ বছরে বিসিসিআইয়ের রেকর্ড আয়, কর দিল ১১৫৯.২০ কোটি টাকা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2023 | 11:00 AM

বোর্ডের আয় সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছে অর্থ মন্ত্রকের দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে। যে রিপোর্টে রয়েছে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত আয় করেছে এবং সরকারকে কত টাকা ট্যাক্স দিয়েছে।

BCCI : ৫ বছরে বিসিসিআইয়ের রেকর্ড আয়, কর দিল ১১৫৯.২০ কোটি টাকা!

Follow Us

মুম্বই : বিসিসিআইকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। কিন্তু কতটা ধনী বিসিসিআই? বোর্ডের আয় সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছে অর্থ মন্ত্রকের দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে। যে রিপোর্টে রয়েছে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত আয় করেছে এবং সরকারকে কত টাকা ট্যাক্স দিয়েছে। অর্থ মন্ত্রকের প্রকাশিত ওই তথ্য অনুযায়ী, বিসিসিআই এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক কর প্রদানকারী ক্রীড়া সংস্থা। দেশের ক্রিকেট বোর্ড ২০২১-২২ আর্থিক বছরে ১১৫৯.২০ কোটি টাকা আয়কর দিয়েছে। যা গত ৫ বছরের মধ্যে সর্বাধিক এবং ২০২০-২১ সালের তুলনায় ৩৭ শতাংশ বেশি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত পাঁচ বছরে বিসিসিআইয়ের দেওয়া করের পরিমাণ 

বিসিসিআইয়ের করের লিখিত বিবরণ রাজ্যসভায় সবার সামনে তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ২০২০-২১ আর্থিক বছরে, বিসিসিআই আয়কর হিসাবে ৮৪৪.৯২ কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৯-২০ সালে ছিল ৮৮২.২৯ কোটি টাকার কম। কারণ এই সময়ে করোনা অতিমারির কারণে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ২০১৮-১৯ সালে বিসিসিআই ট্যাক্স হিসাবে ৮১৫.০৪ কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৭-১৮ সালে বিসিসিআই আয়কর হিসাবে ৫৯৬.৬৩ কোটি টাকা কর দিয়েছে।

বিসিসিআইয়ের গত পাঁচ বছরের আয় ও ব্যয় 

ভারতীয় ক্রিকেট বোর্ড গত পাঁচ বছরের তুলনায় ২০২১-২২ সালে সর্বাধিক ৭,৬০৬ কোটি টাকা আয় করেছে। যেখানে ব্যয় হয়েছে ৩,০৬৪ কোটি টাকার কাছাকাছি।

২০২১-২২ সাল, মোট আয় – ৭৬০6.১৫ কোটি টাকা, ব্যয় – ৩০৬৩.৮৮ কোটি টাকা

২০২০-২১ সাল, মোট আয় – ৪৭৩৫.১৪ কোটি টাকা, ব্যয় – ৩০৮০.৩৭ কোটি টাকা

২০১৯-২০ সাল, মোট আয় – ৪৯৭২.৪৩ কোটি টাকা, ব্যয় – ২২৬৮.৭৬ কোটি টাকা

২০১৮-১৯ সাল, মোট আয় – ৭১৮১.৬১ কোটি টাকা, ব্যয় – ৪৬৫২.৩৫ কোটি টাকা

২০১৭-১৮ সাল, মোট আয় – ২৯১৬.৬৭ কোটি টাকা, ব্যয় – ২১০৫.৫০ কোটি টাকা

Next Article