BCCI: ‘আমাদের দেখানো পথে হেঁটেছে ICC, US Open’, বোর্ডের উদ্যোগকে সাধুবাদ জয় শাহর

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম এশিয়াড থেকে সোনা জিতেছেন স্মৃতি মান্ধানা-তিতাস সাধুরা। সম্প্রতি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ স্মৃতি মান্ধানাদের এশিয়াডে সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য যে সম পরিমাণ বেতন নীতি প্রবর্তন করেছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জয় শাহ।

BCCI: আমাদের দেখানো পথে হেঁটেছে ICC, US Open, বোর্ডের উদ্যোগকে সাধুবাদ জয় শাহর
BCCI: 'আমাদের দেখানো পথে হেঁটেছে ICC, US Open', বোর্ডের উদ্যোগকে সাধুবাদ জয় শাহর

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 4:20 PM

আমেদাবাদ: এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে সোনা জিতে ভারতে ফিরেছেন টিম ইন্ডিয়ার মহিলা দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম এশিয়াড থেকে সোনা জিতেছেন স্মৃতি মান্ধানা-তিতাস সাধুরা। সম্প্রতি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ স্মৃতি মান্ধানাদের এশিয়াডে সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য যে সম পরিমাণ বেতন নীতি প্রবর্তন করেছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জয় শাহ (Jay Shah)। তাঁর কথায়, বিসিসিআইয়ের দেখানো পথে হেঁটেছে ইউএস ওপেন, আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর কী বললেন জয় শাহ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গত বছরের অক্টোবরে বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নেই। এই প্রসঙ্গে বোর্ড সচিব জয় শাহ বলেন, ‘বিসিসিআই প্রথম মহি‌লা এবং পুরুষদের ক্ষেত্রে সম পরিমাণ বেতনের নীতি প্রবর্তন করেছে। আমাদের সিদ্ধান্তের পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইউএস ওপেন এবং আইসিসিও একই পথে হেঁটেছে।’

আসন্ন বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ড লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করতে চলেছে। এ কথা উল্লেখ করে জয় শাহ বলেন, ‘লিঙ্গ বৈষম্য দূর করতে একাধিক উদ্যেগ নিয়েছে বিসিসিআই। ক্রিকেট বিশ্বে লিঙ্গ বৈষম্য দূর করতে তৎপর বিসিসিআই। আসন্ন ওডিআই বিশ্বকাপে শিক্ষার্থীদের শুধু খেলা দেখাই নয়, একইসঙ্গে খেলা উপভোগ করার ব্যবস্ওথা করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়া X মারফত জানা গিয়েছে কেরালা, কর্নাটক, অসম ও গুজরাট এই চার জায়গায় বিসিসিআইয়ের পক্ষ থেকে ১ লক্ষ ৪৭ হাজার বৃক্ষরোপন করা হল। আসলে, চলতি বছরের আইপিএলের সময় বিসিসিআই এক উদ্যোগ নিয়েছিল। প্লে অফের ম্যাচে ডট বল প্রতি ৫০০টি করে গাছ লাগানো হবে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালে যতগুলি ডট বল হয়েছিল, সেই নিরিখে বিসিসিআই এ বার ততগুলি গাছ লাগাল।