কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ব্যর্থতার পর বিসিসিআইয়ের (BCCI) ভাবনা ভারতীয় দলের কোচিং স্টাফদের নিয়ে। এখনই কি কোচিং স্টাফ পরিবর্তনের কথা ভাবছে বোর্ড? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর কোচের পদ থেকে রাহুল দ্রাবিড়দের হঠানোর জোর দাবি তুলেছেন ভারতীয় দলের সমর্থকরা। তবে বোর্ডের তরফে এখনই দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অন্তত এ বছরের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত। তবে ওডিআই বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ও তার টিমকে বিদায় জানিয়ে দিতে পারে বিসিসিআই। আপাতত ভারতীয় দলের সাজঘরের দুই বড় নাম- ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং বোলিং কোচ পারস মামব্রের চাকরি বিপদে। আরও একটি আইসিসি ইভেন্টে ব্যর্থতার পর ব্যাটিং ও বোলিং কোচ পরিবর্তনের কথা ভাবতে পারে বিসিসিআই। কারণ ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার মাস হাতে সময়। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ভারতীয় দলের বর্তমান সাপোর্ট স্টাফ টিমে রয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, “এটা অতটাও সোজা কাজ নয়। এমনটা নয় যে তাঁদের কাজের মান নেই। আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো মুখের কথা নয়। তবে বিদেশের মাটিতে পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। একইসঙ্গে আমাদের ভাবতে হবে যে ওডিআই বিশ্বকাপ শুরু হতে মাত্র চার মাস বাকি। আলোচনার প্রয়োজন অবশ্যই রয়েছে।”
WTC ফাইনালে ভারতীয় দলের টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছিল। মিডল অর্ডারের অবস্থাও তথৈবচ। বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে জাতীয় দলের শীর্ষ ব্যাটারদের প্রায় সকলেই খারাপ ফর্মের মধ্য দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন। ভরত অরুণের পর বোলিং কোচ পারস মামব্রের উপর প্রচুর দায়িত্ব। বেশ কয়েকটা সিরিজে ভারতের বোলিং ব্রিগেডের পারফরম্যান্স তারিফযোগ্য। একইসঙ্গে মামব্রের অধীনে ভারতীয় বোলারদের চোট আঘাতের সমস্যাতেও ভুগতে দেখা গিয়েছে। তবে স্পিন সহায়ক কন্ডিশন ছাড়া ভারতের বোলিং ব্রিগেড চরম পরীক্ষার মুখে পড়েছে। আর শ্রীধরের অধীনে ভারতের ফিল্ডিং যতটা প্রশংসা কুড়িয়েছিল ঠিক ততটাই সাধারণ মানের এসে দাঁড়িয়েছে বর্তমান কোচ টি দিলীপের আমলে। টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ এবং সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তার বড় উদাহরণ।