CWC 2023 Ticket: তৈরি থাকুন, বিশ্বকাপের ৪ লক্ষ টিকিট ছাড়া হচ্ছে; জানিয়ে দিল বিসিসিআই

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2023 | 1:53 AM

Cricket World Cup 2023: টিকিটের ব্যাপক চাহিদার জন্য সমর্থকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন দ্রুত টিকিট কাটার প্রক্রিয়া শুরু করেন। এই সাইট থেকে টিকিট কাটার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

CWC 2023 Ticket: তৈরি থাকুন, বিশ্বকাপের ৪ লক্ষ টিকিট ছাড়া হচ্ছে; জানিয়ে দিল বিসিসিআই
Image Credit source: BCCI

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। টিকিটের হাহাকার অনেক দিন থেকেই। এর জন্য টিকিট কাটার জটিল প্রক্রিয়াও অস্বস্তিতে ফেলেছে ক্রিকেট প্রেমীদের। ঘরের মাঠে বিশ্বকাপ। এই সুযোগ মিস করতে নারাজ ভারতের ক্রিকেট প্রেমীরা। স্বাভাবিক ভাবেই সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ঘিরে। অনলাইনে ৬-৭ ঘণ্টা হন্য়ে হয়েও অনেকে টিকিট পাননি। কারা টিকিট কাটতে পেরেছেন, এটাই যেন ধোঁয়াশার। সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট প্রেমীরা। ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুটা হলেও স্বস্তির খবর দিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে ফরম্যাটে শেষ বার ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছিল ভারত। তবে সে বার সহযোগী ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। টিকিট নিয়ে বড় ঘোষণা বোর্ডের। এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী পর্বে ৪ লক্ষ টিকিট ছাড়া হচ্ছে। বোর্ড জানিয়েছে, ‘যে সমস্ত ভেনুতে ম্যাচ হচ্ছে, সেই রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আরও প্রায় ৪ লক্ষ টিকিট ছাড়া হবে।’

বিশ্বকাপের টিকিট বিক্রি হচ্ছিল bookmyshow নামক সংস্থার মাধ্যমে। বোর্ডের বিবৃতির পর আরও একটা ধোঁয়াশা থাকছে। তাহলে কি টিকিট বিক্রির স্বত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের থেকে? ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় যে ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাতে এটাই মনে হচ্ছে। বোর্ড জানিয়েছে, ৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ভারতীয় সময় রাত টা থেকে অফিসিয়াল টিকেটিং ওয়েবসাইট https://tickets.cricketworldcup.com. থেকে সমর্থকরা টিকিট কিনতে পারবেন।

টিকিটের ব্যাপক চাহিদার জন্য সমর্থকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন দ্রুত টিকিট কাটার প্রক্রিয়া শুরু করেন। এই সাইট থেকে টিকিট কাটার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

Next Article