Arjun Tendulkar: বোর্ডের রাডারে সচিন-পুত্র! অর্জুন তেন্ডুলকর ডাক পেলেন শিবিরে…

BCCI, NCA CAMP: প্রথম শ্রেনির ক্রিকেটে মুম্বইয়ের হয়ে পর্যাপ্ত সুযোগ পাননি অর্জুন। গত মরসুমেই গোয়ায় ট্রায়াল দেন। খেলেন গোয়ার হয়েই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। অবশেষে গত আইপিএলে অভিষেক হয়েছে।

Arjun Tendulkar: বোর্ডের রাডারে সচিন-পুত্র! অর্জুন তেন্ডুলকর ডাক পেলেন শিবিরে...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 6:33 PM

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর! চিত্র তাই বলছে। তবে এখনই সিনিয়র দলে ডাক পাচ্ছেন, তা নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন প্রজন্মকে তুলে আনার দিকে জোর দিচ্ছে। ২০ জন প্লেয়ারকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি শিবিরে ডাকা হয়েছে। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটাররা থাকছেন এই শিবিরে। ডাক পেয়েছেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরও। প্রথম শ্রেনির ক্রিকেটে মুম্বইয়ের হয়ে পর্যাপ্ত সুযোগ পাননি অর্জুন। গত মরসুমেই গোয়ায় ট্রায়াল দেন। খেলেন গোয়ার হয়েই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। অবশেষে গত আইপিএলে অভিষেক হয়েছে তাঁর। আইপিএলের ১৬তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয় অর্জুনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এ বছরের শেষ দিকে এমার্জিং এশিয়া কাপ (অনূর্ধ্ব ২৩) রয়েছে। ভারতীয় বোর্ড প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছে।এই শিবিরে মূলত অলরাউন্ডারদের ডাকা হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এই শিবিরের তত্ত্বাবধান করবেন। বহুমুখী নতুন প্রতিভাদের তুলে আনাই এই শিবিরের লক্ষ্য।’

বোর্ডের সিনিয়র দল নির্বাচন কমিটির অন্তর্বর্তী চেয়ারম্যান শিবসুন্দর দাসের কমিটিই এই প্লেয়ারদের বাছাই করেছেন বলে সূত্রের খবর। পারফরম্যান্সের ভিত্তিতেই নাকি প্লেয়ারদের বেছে নেওয়া হয়েছে। যদিও অর্জুন তেন্ডুলকরের আইপিএল কিংবা প্রথম শ্রেনির ক্রিকেটে আহামরি পারফরম্যান্স রয়েছে তা নয়। তাহলে সচিনপুত্র কেন এই শিবিরে? বোর্ডের কর্তা পিটিআইকে আরও বলেন, ‘এই শিবিরে সবাইকে ডাকা হয়েছে তা নয়। শুধুমাত্র অলরাউন্ডারদেরই ডাকা হয়েছে। কেউ ব্যাটিং অলরাউন্ডার, কেউ বা বোলিং অলরাউন্ডার। ওদের দক্ষতা বাড়ানোর দিকেই নজর দেওয়া হবে। অর্জুনের কিন্তু রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। তার ওপর বাঁ হাতি পেসার। বাঁ হাতি ব্যাটার। বৈচিত্রের কারণেই তাকে ডাকা হয়েছে।’

তালিকায় উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, পেসার হর্ষিত রানা, দিভিজ মেহরা, অভিষেক শর্মা, মোহিত রেদকর, চেতন সাকারিয়া। হর্ষিত রানা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। নজর কেড়েছেন এই তরুণ পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের নেট বোলারও ছিলেন হর্ষিত।