ICC World Cup 2023: ‘বিশ্বকাপ জিততে চাইলে ভারতের আলাদা কিছু করার প্রয়োজন নেই’, কেন এমনটা বললেন রবি শাস্ত্রী?

India vs Australia: ৮ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছিল ভারত। এ বার ১৯ নভেম্বর অজিদের হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার পালা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারালেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ভারতীয় টিম। শাস্ত্রী মনে করেন, ভারতীয় দলের সদস্যরা শান্ত এবং গোছানো থাকলে চাপের পরিস্থিতি সামাল দিতে পারবে।

ICC World Cup 2023: 'বিশ্বকাপ জিততে চাইলে ভারতের আলাদা কিছু করার প্রয়োজন নেই', কেন এমনটা বললেন রবি শাস্ত্রী?
বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 12:02 AM

চেন্নাই: এক যুগ পর বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে উঠেছে ভারত। সেখানে ২০ বছরের পুরনো ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ থাকবে মেন ইন ব্লু। জোহানেসবার্গে ২০ বছর আগে এক দুরন্ত অস্ট্রেলিয়ান টিমের কাছে হেরে গিয়েছিল ভারত। এ বার আমেদাবাদে সেই হারের বদলা নেওয়ার পালা রোহিতের ভারত। যে টিমটা এ বারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য। ফাইনালে ক্রিকেট মহলের অনেকেই ভারতকে (Team India) এগিয়ে রাখছে। কিন্তু একই সঙ্গে অজিদের ছন্দের কথা উল্লেখ করতে ভুলছে না। অবশ্য ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিততলে চাইলে ভারতীয় টিমকে আলাদা কিছু করার প্রয়োজন নেই। কিন্তু এ কথা কেন বললেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আপামর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মতোই দেশের প্রাক্তন ক্রিকেটাররা চান ট্রফি জিতুক টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রীর মতে, যে দুরন্ত ছন্দে বর্তমানে রয়েছে তাতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের আলাদা করে কিছু করার দরকার নেই। শাস্ত্রীর কথায়, ‘আমি মনে করি ভারতীয় টিমের সদস্যরা ফুরফুরে রয়েছে। ওরা ঘরের মাঠে খেলছে। তাই ওদের বেশি কিছু আলাদা করার দরকার নেই। যে ভাবে বাকি ম্যাচগুলো ওরা খেলেছে, ঠিক তেমন ভাবেই শেষ ম্যাচটাও খেলা উচিত। তাড়াতাড়ি ভারতীয় শিবিরে বিশ্বকাপ আসতে চলেছে। ভারত বিশ্বকাপ জিতবে। টুর্নামেন্টের ফাইনালে ভারত ফেভারিট হিসেবে খেলবে। এ বারের বিশ্বকাপে ভারতীয় টিম অসাধারণ পারফর্ম করেছে।’

৮ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছিল ভারত। এ বার ১৯ নভেম্বর অজিদের হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার পালা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারালেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ভারতীয় টিম। শাস্ত্রী মনে করেন, ভারতীয় দলের সদস্যরা শান্ত এবং গোছানো থাকলে চাপের পরিস্থিতি সামাল দিতে পারবে। রবি শাস্ত্রী বলেন, ‘ভারতীয় দলের ক্রিকেটারদের গোছানো ও শান্ত থাকতে হবে। চাপের পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ফাইনাল বলে বেশি উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। তোমরা সকলেই নিজেদের ভূমিকা জানো। এই টিমের একটা ভালো দিক হল কোনও এক বা দু’জন প্লেয়ারের ওপর টিমটা নির্ভর করে না। ৮-৯ জন প্লেয়ার ম্যাচের পর ম্যাচ ভালো পারফর্ম করে চলেছে। এটাই ভালো দিক।’