CSK, IPL 2023: ধোনির শিবিরে যোগ দিলেন চেন্নাইয়ের হবু অধিনায়ক!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 24, 2023 | 5:51 PM

IPL 2023: ৩১ মার্চ আমেদাবাদে আইপিএল-১৬-র উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস।

CSK, IPL 2023: ধোনির শিবিরে যোগ দিলেন চেন্নাইয়ের হবু অধিনায়ক!
ধোনির শিবিরে যোগ দিলেন চেন্নাইয়ের হবু অধিনায়ক!
Image Credit source: CSK Twitter

Follow Us

চেন্নাই: আইপিএল (IPL) শুরু হওয়ার প্রহর গুনছে একাধিক ক্রিকেট প্রেমী। চিপকে চলছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রস্তুতি শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির পর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সিএসকে প্রেমীদের জোড়া সুখবর একসঙ্গে এসেছে। এ বার চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এবং অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। সিএসকের টুইটারে তাঁদের দলে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

এ বারই হয়তো শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ফলে চেন্নাই শিবিরের বড় কাজ ধোনির পরবর্তী অধিনায়ক খোঁজা। সেই পরিকল্পনায় এগিয়ে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে এ বারের মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। তখন থেকেই অনুমান করা হয়েছিল, ধোনির পর সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাট তুলে দেওয়া হতে হতে পারে বেন স্টোকসকে। এ বার দেখার সিএসকে টিম ম্যানেজমেন্ট সেই পথেই হাঁটে কিনা।

বেন স্টোকস চেন্নাই শিবিরে নতুন সদস্য। মইন আলি গত মরসুমেও চেন্নাইয়ে খেলেছেন। তাঁকে নিলামের আগে রিটেন করে রেখেছিল সিএসকে। আপাতত এই দুই সদস্য চেন্নাই শিবিরে যোগ দেওয়ার খবরে খুশি সিএসকের সমর্থকরা। স্টোকসের হাতে সিএসকে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবলেও, চেন্নাই শিবিরকে তাঁর চোটপ্রবণতা ভাবাচ্ছে। নিউজিল্যান্ড সফরে হাঁটুতে চোট পেয়েছিলেন স্টোকস। যা খানিকটা চিন্তার কারণ। একইসঙ্গে জুন মাসে রয়েছে অ্যাসেজ সিরিজ। সেখানে খেলার জন্য আইপিএলের মাঝপথে তাঁকে দেশে ফিরে যেতেও হতে পারে। এ বার দেখার আদতে কী হয়।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড –

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকার, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে, বেন স্টোকস, কাইল জেমিসন, নিশান্ত সান্ধু, অজিঙ্ক রাহানে, ভগত ভার্মা, অজয় মন্ডল ও শেখ রশিদ।

Next Article