100th Test Match: ১০০ টেস্ট খেলার নিরিখে এগিয়ে কোন দেশের ক্রিকেটাররা?

Feb 16, 2024 | 7:00 AM

হয়তো হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই পারেন ক্রিকেটের সবচেয়ে পুরনো ফর্ম্যাটে ১০০টিরও বেশি ম্যাচ খেলতে। জানেন কি কোন দেশের সবচেয়ে বেশি ক্রিকেটার ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন বিস্তারিত।

100th Test Match: ১০০ টেস্ট খেলার নিরিখে এগিয়ে কোন দেশের ক্রিকেটাররা?
100th Test Match: ১০০ টেস্ট খেলার নিরিখে এগিয়ে কোন দেশের ক্রিকেটাররা?
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: দেশের জার্সিতে কতজন টেস্ট (Test Cricket) খেলার সুযোগ পান? এই সংখ্যাটা তাও অনেকটা বেশি হলেও ১০০তম টেস্ট কতজন খেলতে পারেন? হয়তো হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই পারেন ক্রিকেটের সবচেয়ে পুরনো ফর্ম্যাটে ১০০টিরও বেশি ম্যাচ খেলতে। জানেন কি কোন দেশের সবচেয়ে বেশি ক্রিকেটার ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন? এক ঝলকে দেখে নিন নিম্নে।।

১. রাজকোটে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁর আগে ইংল্যান্ডের আরও ১৫জন ক্রিকেটার ১০০টি ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। তাই ১০০ ও তার চেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় এগিয়ে ইংল্যান্ড (England)। মোট ১৬জন ইংলিশ ক্রিকেটার ১০০ ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

২. দেশের হয়ে ১০০টি ও তার বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। মোট ১৫জন অজি ক্রিকোর ১০০টি ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

৩. এখনও অবধি টিম ইন্ডিয়ার (Team India) ১৩জন ক্রিকেটার টেস্টে ১০০টি ও তার বেশি ম্যাচ খেলেছেন। এই সংখ্যাটা ধরমশালা টেস্টে বাড়বে। কারণ রাজকোট টেস্টে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর তিনি রাঁচি টেস্টেও খেলার সুযোগ পেলে সেটি হবে তাঁর ৯৯তম টেস্ট ম্যাচ। আর ধরমশালায় হবে অশ্বিনের ১০০তম টেস্ট।

৪. ১০০ ও তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার থাকা দেশগুলির তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। মোট ৯জন ক্যারিবিয়ান ক্রিকেটার এখনও অবধি ১০০টি ও তার বেশি টেস্টে খেলেছেন।

৫. দেশের হয়ে ১০০টি কিংবা তার থেকে বেশি টেস্ট ম্যাচ খেলা মোট ক্রিকেটারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার (South Africa) ৮জন ক্রিকেটার ১০০টি ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

৬. ১০০টি ও তার থেকে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার থাকা দেশগুলির তালিকায় ছয়ে রয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কার (Sri Lanka) জার্সিতে ১০০টি ও তার থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার রয়েছেন ৬ জন।

৭. পাকিস্তান (Pakistan) এই তালিকায় সাত নম্বরে রয়েছে। পাক দেশের মোট ৫জন ক্রিকেটার ১০০ ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

৮. ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে ১০০টি ও তার থেকে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকার দিক থেকে সবচেয়ে শেষে নিউজিল্যান্ড (New Zealand)। কারণ মাত্র ৪জন কিউয়ি ক্রিকেটার এখনও অবধি ১০০ ও তার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

 

Next Article