Ben Stokes: বিরাট-রোহিতদের বিকল্প কিন্তু… মাঠে নামার আগে স্টোকস কি চিন্তায়?

IND vs ENG: ভারতীয় দলের কাছে লড়াইটা যে কঠিন, সন্দেহ নেই। গৌতম গম্ভীর সে ভাবেই সাজাচ্ছেন দল। ব্যাটে আর বলে প্রতিপক্ষ শিবিরে লড়াইটা পৌঁছে দিতে চাইছে গিলের দল।

Ben Stokes: বিরাট-রোহিতদের বিকল্প কিন্তু... মাঠে নামার আগে স্টোকস কি চিন্তায়?
Ben Stokes: বিরাট-রোহিতদের বিকল্প কিন্তু... মাঠে নামার আগে স্টোকস কি চিন্তায়?Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2025 | 6:40 PM

কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তিন তারকা খেলছেন না। ইংল্যান্ডের কাছে এই সিরিজ ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বিরুদ্ধে। ইংলিশ মিডিয়া বলতে শুরু করেছে, হেডিংলে-তে প্রথম টেস্টে নামার আগে চাপে থাকবে শুভমন গিলের টিম। ভারতের দুই কিংবদন্তি তারকাকে খেলতে না দেখে কী বলছেন বেন স্টোকস (Ben Stokes)? নতুন ভারত সম্পর্কেই বা মতামত কী তাঁর?

প্রেস মিটে ইংল্যান্ডের ক্যাপ্টেন বলেছেন, ‘অনেকেই বিরাট, রোহিত, অশ্বিনের না থাকা নিয়ে অনেক কথা বলছেন। তিনজনই বড় মাপের ক্রিকেটার। দেশের হয়ে অনেক কিছু দিয়েছে ওরা। তবে ওদের না-থাকাম মানে লড়াইটা সহজ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। যেই ওদের বদলি হিসেবে নামুক না কেন, ব্যাট-বল করা সহজ হবে না।’

ভারতীয় দলের কাছে লড়াইটা যে কঠিন, সন্দেহ নেই। গৌতম গম্ভীর সে ভাবেই সাজাচ্ছেন দল। ব্যাটে আর বলে প্রতিপক্ষ শিবিরে লড়াইটা পৌঁছে দিতে চাইছে গিলের দল। লম্বা সফরের জন্য দীর্ঘ প্র্যাক্টিসও করেছে ভারতীয় দল। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে ভারতীয় দল। আজ থেকে হেডিংলে-তে নেমে পড়বে ভারত। তবে গিলের দলের বিরুদ্ধে নামার আগে একটা চাপ থাকছে ইংল্যান্ডের জন্য। সেটা কী?

জসপ্রীত বুমরাকে সামলানোর জন্য কী ভাবছেন বেন স্টোকসরা? ইংলিশ ক্যাপ্টেনের সোজা বক্তব্য, ‘বুমরা দারুণ বোলার। ও আমাদের বিরুদ্ধে আতঙ্ক হয়ে উঠতে পারে। তবে আমরা ভারতীয় দলের কোনও একজনকে নিয়ে ভাবছি না। আমরা এ ভাবেই নিজেদের পরিকল্পনা সাজাই। তবে এটাও ঠিক যে, ভারতীয় ক্রিকেট নতুন ক্যাপ্টেনের হাত ধরে যাত্রা শুরু করতে চলেছে। ভারতের জন্য এটাও একটা বড় ব্যাপার।’