RANJI TROPHY: সব ভুল হলে, এই অবধি পৌঁছতাম না

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 19, 2022 | 9:00 AM

‘টপ অর্ডারকে আরও ভালো ব্যাটিং করতে হবে। আমার নিজের ক্ষেত্রেও তাই। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতেই হবে,’ বলছেন বাংলা অধিনায়ক।

RANJI TROPHY: সব ভুল হলে, এই অবধি পৌঁছতাম না
বাংলা দলের কোচেদের সঙ্গে অধিনায়ক। (ফাইল ছবি)
Image Credit source: CAB

Follow Us

 

বেঙ্গালুরু : তীরে এসে আরও একবার তরী ডোবা। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বিদায় বাংলার। ১৭৪ রানে হার। ম্যাচের পর কয়েক ঘণ্টা ধরে মিটিং করে বাংলা (Bengal) দল। ফোন ধরেননি প্রধান কোচ অরুণ লাল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran) ফোনে পাওয়া গেল অনেকটা পরে। ম্যাচ সম্পর্কে টিভি নাইন বাংলাকে বললেন, ‘প্রথম ইনিংসে ভালো বোলিং করেছি আমরা। মনোজ ভাই যেভাবে ব্যাট করেছে প্রথম ইনিংসে, অসাধারণ। স্পিনাররা দ্বিতীয় ইনিংসে খুবই ভালো বোলিং করেছে। পরিস্থিতির সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে। যেটা প্রথম ইনিংসে পারেনি। তবে যেটা আমরা ভালো করতে পারতাম, বিশেষত স্পিনাররা প্রথম ইনিংসে আরেকটু ভালো পারফর্ম করতে পারত। টপ অর্ডার রান না করতে পারলে প্রথম ইনিংসে লিড নেওয়া খুবই কঠিন। আরেকটু ভালো ব্যাটিং উচিত ছিল।’

সেমিফাইনালের টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন ছিলই। পেসার ঈশান পোড়েলের পরিবর্তে খেলানো হয় বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে। স্কোয়াডে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ঋত্বিক চ্যাটার্জিও ছিলেন। তাঁর ব্যাটিংয়ের হাত ভালো। অফস্পিন করেন। তাঁকে খেলালে হয়তো বোলিংয়ে কিছুটা বৈচিত্র বাড়তো। অধিনায়ক অবশ্য বলছেন, ‘আমাদের মনে হয়েছিল দুজন বাঁ হাতি স্পিনার খেলানো শ্রেয়। ওরা যদি প্রথম ইনিংসে ভালো বোলিং করত, তাহলে হয়তো এত প্রশ্ন উঠত না।’

সেমিফাইনালে বিদায় প্রসঙ্গে বাংলা অধিনায়ক বলছেন, ‘টপ অর্ডারকে আরও ভালো ব্যাটিং করতে হবে। আমার নিজের ক্ষেত্রেও তাই। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতেই হবে। ৫০ রানে ৫ উইকেট হয়ে গেলে কোনও ম্যাচই জেতা কঠিন। রান বানানোর রাস্তা খুঁজতে হবে, নতুন বল সামলে কীভাবে টিকে থাকা যায় শিখতে হবে।’ কিন্তু এটা তো প্রথম নয়। নকআউটে গিয়েও ট্রফি আসছে না। প্রশ্ন শেষ করার আগেই অধিনায়ক বললেন, ‘গত বারও আমরা ফাইনাল খেলেছি। একটুর জন্য ট্রফি আসেনি। এবারও আমরা সেমিফাইনালে উঠেছি৷ প্রতি ম্যাচে খারাপ খেলেছি তা নিশ্চয়ই নয়? সব কিছু খারাপ হলে আমরা এই অবধি পৌঁছাতে পারতাম না। হ্যাঁ, বুঝতে পারছি। ট্রফি না এলে পরিশ্রমটা কারও মনে থাকে না। আমাদের সত্যিই প্রচুর উন্নতির জায়গা রয়েছে। তার মানে এই নয়, আমরা কিছুই ভালো করিনি। আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি, কিছুই ভালো না হলে, এই অবধি পৌঁছতাম না।’

 

Next Article