Wriddhiman Saha: এ বার ফিরিয়ে দেওয়ার পালা! কোচিংয়ে যাত্রা শুরু ঋদ্ধিমান সাহার

Bengal Cricket News: ঋদ্ধিমান সাহা ছিলেন নির্ভরযোগ্য কিপার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও প্রথম সংস্করণ থেকে খেলে এসেছেন। গত মরসুমেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। অ্যাকাডেমিও রয়েছে। এ বার বড় চ্যালেঞ্জ। বাংলা ক্রিকেটকে যেন ফিরিয়ে দেওয়ার পালা।

Wriddhiman Saha: এ বার ফিরিয়ে দেওয়ার পালা! কোচিংয়ে যাত্রা শুরু ঋদ্ধিমান সাহার
Image Credit source: CAB

Aug 04, 2025 | 8:40 PM

ঋদ্ধিমান সাহাকে নতুন করে চেনানোর প্রয়োজন পড়ে না। বাংলা এবং ভারতীয় ক্রিকেটে তাঁর নাম উজ্জ্বল। দেশের সর্বকালের সেরা কিপার। তেমনই একটা সময়, বিশ্ব ক্রিকেটেও তাঁকে সেরা কিপার মানা হত। ঋদ্ধিমান সাহার উত্থান বাংলা থেকেই। দীর্ঘ সময় বাংলা ক্রিকেটে খেলেছেন। আর এখান থেকেই জাতীয় দলে। বিরাট কোহলির টেস্ট টিমে ঋদ্ধিমান সাহা ছিলেন নির্ভরযোগ্য কিপার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও প্রথম সংস্করণ থেকে খেলে এসেছেন। গত মরসুমেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। অ্যাকাডেমিও রয়েছে। এ বার বড় চ্যালেঞ্জ। বাংলা ক্রিকেটকে যেন ফিরিয়ে দেওয়ার পালা।

বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিলেন ঋদ্ধিমান সাহা। কাজও শুরু করে দিলেন। ইডেন গার্ডেন্সে এ দিন কোচ ঋদ্ধিমান সাহার নতুন সফর শুরু হল। নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী বাংলার প্রাক্তন কিপার-ব্যাটার। ওয়ার্ম আপ, কোর স্ট্রেন্থের এক্সারসাইজের পর নেট নেশন। হেড কোচ ঋদ্ধিমান সঙ্গী বাংলার আরও দুই প্রাক্তন ক্রিকেটার দেবব্রত দাস এবং স্পিন কিংবদন্তি উৎপল চট্টোপাধ্যায়। প্রথম ট্রেনিং সেশনের পর কী বলেন ঋদ্ধিমান সাহা?

ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে ঋদ্ধিমান সাহা পেপ টক দেন, ‘দীর্ঘ মিটিংয়ে বিশ্বাসী নই আমি। সংক্ষিপ্ত আলোচনা এবং নির্দিষ্ট পয়েন্ট নিয়েই কথা হোক। আমাদের টিম হিসেবে ভাবতে, সতীর্থদের সহযোগিতা করতে হবে। এখানে কারও ব্যক্তিগত লক্ষ্য থাকবে না। টিম হিসেবে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী এগোতে হবে।’

দীর্ঘ প্রায় তিন ঘণ্টার অনুশীলন হয়। বাংলার উঠতি প্রতিভাদের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ ঋদ্ধিমান সাহা। ঘরোয়া মরসুমে এই টিম ভালো পারফর্ম করবে, আশাবাদী অনূর্ধ্ব ২৩ বাংলা দলের নতুন হেড কোচ।