AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Kumar Marriage: আজ বাগদান, শীঘ্রই বিয়ে; নতুন জীবনে প্রবেশ করছেন বাংলার পেসার

ভারতীয় তথা বাংলার ক্রিকেটে বিয়ের সানাই। আজই বাগদান সারতে চলেছেন ডান হাতি পেসার মুকেশ কুমার। বিয়ে হবে এবছরই।

Mukesh Kumar Marriage: আজ বাগদান, শীঘ্রই বিয়ে; নতুন জীবনে প্রবেশ করছেন বাংলার পেসার
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 1:57 PM
Share

কলকাতা: বছর শুরু হতে না হতেই ভারতীয় ক্রিকেটে বিয়ের হুডে়াহুড়ি লেগেছে। আইবুড়ো তকমা হটিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন একের পর এক ক্রিকেটার। লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ধুমধাম করে বিয়ে সেরেছেন। বিয়ের মরসুম হাতছাড়া করলেন না হার্দিক পান্ডিয়াও। জাতীয় দলের অলরাউন্ডার আবার ছেলে কোলে দ্বিতীয়বার বিয়ে সেরেছেন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে। বছর যত গড়াচ্ছে, তালিকাটা আরও লম্বা হচ্ছে। চলতি বছরেই সাতপাকে ঘোরার পরিকল্পনা করে ফেলেছেন ভারত তথা বাংলার ক্রিকেটার মুকেশ কুমার (Mukesh Kumar)। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মুকেশ আজই বাগদান পর্ব সারবেন। গোপালগঞ্জের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েটাও হবে শিগগিরি। কবে বিয়ে করছেন, মুকেশের হবু স্ত্রীই বা কে? জেনে নিন TV9 Banglaর এই প্রতিবেদনে।

২০২৩ সালের আইপিএলের জন্য মুকেশ কুমারকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। মুকেশের পরিবার সূত্রে খবর, বাগদানের পূর্বের আচার নিয়ম চলছে। সবেতেই গোপনীয়তা রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাও ছোট রাখা হয়েছে। মুকেশের মা মালতি দেবী, কাকা, ভাই ও কয়েকজন বাছাই করা বন্ধু উপস্থিত থাকবেন। ২১ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে রয়েছেন মুকেশ। ২২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় জেলা প্রশাসনের তরফে তাঁকে সম্মানিত করা হয়। বাগদানের পর তিনদিন বাড়িতে থাকার পর দিল্লি চলে যাবেন মুকেশ।

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৩ আইপিএল। তার আগে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেবেন মুকেশ। আইপিএল যজ্ঞে ঝাঁপানোর আগে বাগদান পর্ব সেরে রাখলেন। আইপিএল শেষ হওয়ার পর সাতপাকে বাঁধা পড়বেন এই ডান হাতি পেসার।