Vijay Hazare Trophy 2021-22: বরোদাকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু বাংলার
ম্যাচের পর বাংলার কোচ অরুণ লাল (Arun Lal) বলেন, 'সকালে উইকেটে ময়েস্চার ছিল। রান করা সহজ ছিল না। তবে আরও ৩০ রান বেশি করা উচিত ছিল আমাদের। বেলা গড়াতে উইকেটে ব্যাটিং করা সহজ হয়। তবে ঋত্বিক চট্টোপাধ্যায় অসাধারণ। পার্টনারশিপে শুধু ভাঙন ধরানোই নয়, সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে আউট করে। একই সঙ্গে কাইফ আহমেদ, ঋত্বিক রায়চৌধুরীর ব্যাটিংয়ের প্রশংসাও করব।'
বাংলা ২৩০ (৪৯.৪) বরোদা ২০৩ (৪৮.২)
তিরুবন্তপুরম: মুস্তাক আলি ট্রফিতে (Mustaq Ali T-20) কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল। সেই ভুল শুধরেই বোর্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলতে নেমেছে বাংলা। জয় দিয়েই বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শুরু করলেন সুদীপ চট্টোপাধ্যায়রা (Sudip Chatterjee)।
মুস্তাক আলির দলে ছিলেন না অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)। বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলের স্কোয়াডে থাকলেও বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে খেলাননি কোচ অরুণ লাল (Arun Lal)। বরোদাকে প্রথম ম্যাচে ২৭ রানে হারাল বাংলা। টসে জিতে সুদীপদের প্রথমে ব্যাট করতে পাঠায় বরোদা। প্রথম ওভারেই শ্রীবৎস গোস্বামীর উইকেট হারায় বাংলা। কোনও রান না করেই ফিরে যান প্যাভিলিয়নে। ব্যক্তিগত ১৪ রানে আউট হন অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। অভিষেক দাস আর কাইফ আহমেদ তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ৫৮ রান। অভিষেক দাস আউট হন ৬২ রানে। কাইফ আহমেদ করেন ৬৭ রান। ৩৬ বলে ৪৮ রানের ইনিংস উপহার দেন ঋত্বিক রায়চৌধুরী। ২৩০ রানে শেষ হয় বাংলার ইনিংস।
#Bengal starts their Vijay Hazare Trophy (2021-22) campaign the right way in Trivandrum. Riding on 3 wickets of #Akashdeep & 2 wickets a piece for #MukeshKumar, #Shahbaz & #Writtick, #Bengal beat Baroda by 27 runs.#CAB pic.twitter.com/k2qW0lEGWe
— CABCricket (@CabCricket) December 8, 2021
জবাবে শুরুতেই ওপেনার শাশ্বত রাওয়াতের উইকেট হারায় বরোদা। তাঁকে ব্যক্তিগত শূন্য রানে ফেরান আকাশদীপ। তবে কেদার দেবধর আর পি কুমার জুটিতে ওঠে ৭৪ রান। সেই পার্টনারশিপে ভাঙন ধরান ঋত্বিক চট্টোপাধ্যায়। দু’জনকেই আউট করেন তিনি। কেদার আউট হন ৩৫ রানে। পি কুমার করেন ৩৮ রান। ক্রুণাল পান্ডিয়াকে ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরান শাহবাজ আহমেদ। ২০৩ রানে শেষ হয়ে বরোদার ইনিংস। বাংলার হয়ে ৩ উইকেট নেন আকাশদীপ। ২টো করে উইকেট নেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়।
ম্যাচের পর বাংলার কোচ অরুণ লাল (Arun Lal) বলেন, ‘সকালে উইকেটে ময়েস্চার ছিল। রান করা সহজ ছিল না। তবে আরও ৩০ রান বেশি করা উচিত ছিল আমাদের। বেলা গড়াতে উইকেটে ব্যাটিং করা সহজ হয়। তবে ঋত্বিক চট্টোপাধ্যায় অসাধারণ। পার্টনারশিপে শুধু ভাঙন ধরানোই নয়, সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে আউট করে। একই সঙ্গে কাইফ আহমেদ, ঋত্বিক রায়চৌধুরীর ব্যাটিংয়ের প্রশংসাও করব।’ আগামিকাল বাংলার প্রতিপক্ষ পুদুচেরি।
সংক্ষিপ্ত স্কোর: বাংলা ২৩০ (কাইফ ৬৭, অভিষেক ৬২, ঋত্বিক রায়চৌধুরী ৪৮, শেঠ ৪/৬২), বরোদা ২০৩ (ক্রুণাল পান্ডিয়া ৩৯, কুমার ৩৮, আকাশদীপ ৩/৩৯)। বাংলা ২৭ রানে জয়ী।
আরও পড়ুন: ISL 2021-22: দুই প্রধানের জালে ৯ ম্যাচে ২৩ গোল কেন? ভুল খুঁজলেন সুব্রত, মনোরঞ্জন, সঞ্জয়রা