
কলকাতা: দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষ হল না। অপেক্ষা শেষ সাড়ে তিনদিনেই। স্বপ্নও শেষ। সব পথই খোলা ছিল বাংলার সামনে। শেষ বার ১৯৮৯-৯০ মরসুমে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এর পর থেকে এই নিয়ে পঞ্চম ফাইনাল খেলল বাংলা। এ বারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল। তিন বছর আগে এই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ফাইনাল খেলেছিল বাংলা। অ্যাওয়ে ম্যাচ হেরেছিল। এ বার ঘরের মাঠেও হার বাংলার। প্রথম ইনিংসে বাংলা মাত্র ১৭৪ রানেই অলআউট হয়েছিল। জবাবে সৌরাষ্ট্র করে ৪০৪। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২৪১ রান। দিনের শুরুতে ৬১ রানে পিছিয়ে ছিল বাংলা। ইনিংস হারের সামনে দাঁড়িয়েছিল। শেষ উইকেট জুটিতে ৩৬ রান যোগ করে ইনিংস হার এড়ায় মুকেশ কুমার-ঈশান পোড়েল। মাত্র ১২ রান প্রয়োজন ছিল সৌরাষ্ট্রর। ৯ উইকেটে জয় এবং চ্যাম্পিয়ন জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন অভিষেক পোড়েলও। শর্ট পিচ ডেলিভারি পুল করেন, নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
বাংলার আশা শেষের দিকে। অধিনায়ক মনোজ তিওয়ারি খোঁচা মেরে ফিরলেন। ১৫৪ বলে ৬৮ রানে আউট মনোজ।
অধিনায়ক মোনজ তিওয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝি। ২৭ রানে আউট শাহবাজ। রান আউট।
চতুর্থ দিনের খেলা শুরু। প্রথম ওভারেই রিভিউ নেয় সৌরাষ্ট্র। শাহবাজের বিরুদ্ধে আবেদন। নট আউট শাহবাজ। স্লিপে একটি হাফচান্সও নষ্ট হল। কাঁধে চোট প্রেরক মানকডের।