নক আউট পর্বে যেতে বাংলার ফোকাসে অসম ম্যাচ

মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত একটি ম্যাচে জিতেছে অসম। তবুও অসমকে হাল্কাভাবে দেখতে নারাজ বঙ্গ শিবির। জয়ের পাশাপাশি বাংলার ফোকাসে রান রেট।

নক আউট পর্বে যেতে বাংলার ফোকাসে অসম ম্যাচ
ছন্দ ধরে রাখতে মরিয়া বাংলা শিবির। ছবি সৌজন্যে: সিএবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2021 | 7:21 PM

কলকাতা: শনিবার মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে অসমের বিরুদ্ধে নামছে বাংলা। টানা ৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বঙ্গ ব্রিগেড। নেট রান রেটে তামিলনাড়ুর চেয়ে পিছিয়ে অনুষ্টুপরা। শনিবার ইডেনে জয়ের পাশাপাশি রান রেটে উন্নতির দিকেও ফোকাস বাংলা শিবিরের। গ্রুপ পর্ব থেকে একটি দলই কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। বাংলা-তামিলনাড়ু গ্রুপের শেষ ম্যাচটাই হয়তো নির্ধারণ করবে কে যাবে পরের পর্বে। তবে আপাতত অসম ম্যাচকেই পাখির চোখ করছেন অনুষ্টুপ-মনোজরা।

আরও পড়ুন : গাব্বাতেও কটূক্তি শুনলেন সিরাজ-সুন্দর

মা মারা যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই বাড়ি ফিরেছেন কোচ অরুণ লাল। এই অবস্থায় অনুষ্টুপদের হাল ধরেছেন সৌরাশিস লাহিড়ী। তবে দল নিয়ে অরুণের সঙ্গে যোগাযোগ রাখছেন সৌরাশিস। তিনি বলেন, ‘ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ্য। জেতার পাশাপাশি রান রেটের দিকেও নজর দিকে হবে। পেসারদের পাশাপাশি আমাদের স্পিনাররাও ভালো বোলিং করছে। ব্যাটিং বিভাগও ক্লিক করছে। ফিল্ডিংয়েও আমরা ভালো পারফর্ম করছি। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সই আমাদের হাতিয়ার।’

আরও পড়ুন : অভিষেকেই উইকেট সচিন পুত্রের

মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত একটি ম্যাচেই জিতেছে অসম। বিপক্ষে হেভিওয়েট নাম বলতে একমাত্র রিয়ান পরাগ। তবুও অসমকে হাল্কাভাবে দেখতে নারাজ বঙ্গ শিবির। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অনুষ্টুপরা তাই শনিবারের ম্যাচ নিয়ে সতর্কও থাকছেন। লক্ষ্য স্থির রেখেই মূল্যবান ৪ পয়েন্ট ঘরে তুলতে প্রস্তুত বঙ্গব্রিগেড।