IPL 2023: ঋষভ পন্থের বদলি হিসেবে বাঙালি কিপারকে ভাবছে দিল্লি!

Bengal Cricket: আইপিএল নিলামে ডাক পাননি বাংলার উইকেটকিপার। দিল্লির নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন। ট্রায়ালে ডাকা হয়েছে তাঁকে। গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বাংলার সিনিয়র দলের হয়েও নিয়মিত খেলেন।

IPL 2023: ঋষভ পন্থের বদলি হিসেবে বাঙালি কিপারকে ভাবছে দিল্লি!
Image Credit source: CAB, FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 05, 2023 | 2:51 PM

 

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

আইপিএল শুরু হতে এখনও একমাসেরও বেশি সময় বাকি। এরই মধ্যে অনুশীলনে নেমে পড়ল দিল্লি ক্যাপিটালস। রবিবার থেকেই অনুশীলন শুরু করল দিল্লি। তবে প্রথম দিনের অনুশীলন হল কলকাতায়। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার থেকে শুরু হল অনুশীলন। যশ ধুল, সরফরাজ খান, কমলেশ নাগারকোটিরা ছিলেন প্রথম দিনের অনুশীলনে। বাংলার পেসার মুকেশ কুমারও দলের সঙ্গে অনুশীলন করেন। বিকেলেই আবার বাংলা দলের সঙ্গে ইন্দোর উড়ে যাবেন মুকেশ। সেখানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে বাংলা। বিস্তারিত TV9Bangla-য়।

দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে দেখা গেল অভিষেক পোড়েলকে। আইপিএল নিলামে ডাক পাননি বাংলার উইকেটকিপার। দিল্লির নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন অভিষেক। ট্রায়ালে ডাকা হয়েছে তাঁকে। গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন অভিষেক। বাংলার সিনিয়র দলের হয়েও নিয়মিত খেলেন। বাঁ-হাতি তরুণ ব্যাটার বাংলার জার্সিতে ঘরোয়া ট্রফিতে নজরও কেড়েছেন। তাঁকেই এবার ট্রায়ালে ডাকল সৌরভের দিল্লি। দুর্ঘটনার কবলে পড়ে এ বারের আইপিএল খেলতে পারবেন না অধিনায়ক ঋষভ পন্থ। শোনা যাচ্ছে, পন্থের বিকল্প হিসেবেই তরুণ অভিষেককে ভাবছে দিল্লি শিবির।

দিল্লিতে পন্থ ছাড়া উইকেটকিপার হিসেবে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। ভারতীয় কিপারের খোঁজ করছে দিল্লি শিবির। আর সেখানেই শিকে ছিঁড়তে পারে বঙ্গ কিপার অভিষেক পোড়েলের।

যাদবপুরের মাঠে দিল্লির অনুশীলনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি দিল্লির ক্রিকেট ডিরেক্টর। প্রথম দিন কড়া নজরেই দেখলেন দলের অনুশীলন। আইপিএলের আগে দলকে পুরোদমে দেখে নিতে চাইছেন মহারাজ।