Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia: ‘আমি থাকলে ওয়ার্নারকে দল থেকে বাদ দিতাম’, বিস্ফোরক প্রাক্তন অজি পেসার

Border-Gavaskar Trophy: ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর কখনও বাদ পড়েননি অজি ওপেনার। ২০১৮-১৯ সালে এক বছর নির্বাসিত ছিলেন। ক্রিকেটে ফেরার পর আবার স্বমহিমায় নিজের জায়গা করে নেন ওয়ার্নার। ১৭ তারিখ থেকে দিল্লিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট।

India vs Australia: 'আমি থাকলে ওয়ার্নারকে দল থেকে বাদ দিতাম', বিস্ফোরক প্রাক্তন অজি পেসার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 5:41 PM

মেলবোর্ন: আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসে ১৭৭ আর দ্বিতীয় ইনিংসে ৯১ অলআউট অস্ট্রেলিয়া। ভারতে আসার আগে এবং বেঙ্গালুরুর কাছে আলুরে স্পিনের জন্য বিশেষ অনুশীলন শিবির সারলেও, সেই ফাঁদেই পা দিয়েছেন স্মিথ, ওয়ার্নাররা। জাডেজা, অশ্বিনের জালে আটকে গিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরের পর দিল্লিতেও থাকছে টার্নিং ট্র্যাক। আবারও স্পিনের ফাঁদে অজিদের বেসামাল করার ছক সাজিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্স আর গতির পিচেও সিরিজ জিতে ফিরেছে ভারত। অথচ এখানে খেলতে এসে স্পিন ধাঁধা এখনও উদ্ধার করতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতাকেই পুরোপুরি ভাবে দুষছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক কাগজে রীতিমতো তোপ দেগেছেন ওয়ার্নারদের। কাউকে ছেড়ে কথা বলেননি প্রাক্তন অজি স্পিডস্টার। বিস্তারিত TV9Bangla-য়।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন মিচেল জনসন। প্রথম ইনিংসে ১ আর দ্বিতীয় ইনিংসে ১০ রানে আউট হন ওয়ার্নার। আর তা দেখার পরই বিস্ফোরক উক্তি জনসনের। তিনি বলেছেন, ‘আমি থাকলে ডেভিড ওয়ার্নারকে দল থেকে বাদ দিতাম। ম্যাথিউ রেনশকে ওপেন করতে পাঠাতাম। মিডল অর্ডারে ব্যাট করতে পাঠাতাম ট্রাভিস হেডকে।’

নাগপুর টেস্টে একাদশে ছিলেন না ট্রাভিস হেড। এশিয়ার মাটিতে ভালো রেকর্ড নেই তাঁর। ব্যাটিং গড় ২১.৩০। শ্রীলঙ্কা সফরে সর্বাধিক ২৩ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৭.৬৬। এ প্রসঙ্গে জনসন বলেন, ‘উপমহাদেশের উইকেটে ক্রিকেটারদের আগের ফর্ম দেখেই যদি দল গঠন করা হয়, তাহলে ওয়ার্নারকে কেন সুযোগ দেওয়া হল? আমার মতে, ওকে খেলানোই উচিত হয়নি।’

যদিও ওয়ার্নারের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর কখনও বাদ পড়েননি অজি ওপেনার। ২০১৮-১৯ সালে এক বছর নির্বাসিত ছিলেন। ক্রিকেটে ফেরার পর আবার স্বমহিমায় নিজের জায়গা করে নেন ওয়ার্নার। ১৭ তারিখ থেকে দিল্লিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট।