Virat Kohli: বিশ্বকাপের স্মৃতিচারণায় সরফরাজ, মেলে ধরলেন ‘বিরাট’ অধ্যায়!

Cricket World Cup: ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। আর পাক ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ।

Virat Kohli: বিশ্বকাপের স্মৃতিচারণায় সরফরাজ, মেলে ধরলেন 'বিরাট' অধ্যায়!
Virat Kohli: বিশ্বকাপের স্মৃতিচারণায় সরফরাজ, মেলে ধরলেন 'বিরাট' অধ্যায়!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 8:30 AM

নয়াদিল্লি: সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) এখন আর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নন। কিন্তু এ কথা কেউ অস্বীকার করেন না যে, যখন তিনি পাকিস্তানের অধিনায়ক ছিলেন সেই সময় ক্রিকেট ছাড়া দর্শকদের তিনি অতিরিক্ত বিনোদন অবশ্যই দিতেন। ২০১৯ সালের বিশ্বকাপে (Cricket World Cup) পাক ক্রিকেট দলের নেতা ছিলেন সরফরাজ আহমেদ। সে বারের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর হাই তোলার ছবি ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়। ২০১৯ এর ওডিআই বিশ্বকাপ শুরুর আগে এক হাস্যকর কাণ্ড ঘটিয়েছিলেন সরফরাজ। তাতে আবার জড়িত বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি বিশ্বকাপের স্মৃতিচারণায় এক হাসির ‘বিরাট’ অধ্যায় শুনিয়েছেন সরফরাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০১৯ সালের বিশ্বকাপের আগে সব টিমের ক্যাপ্টেনের সাক্ষাতের সময় সরফরাজ আহমেদ এবং বিরাট কোহলিকে ভারত-পাক দ্বৈরথের হাইপ নিয়ে প্রশ্ন করা হয়। তাতে বিরাট সেই প্রশ্নে নিজের মতো করে এক যথোপযুক্ত উত্তর দেন। এরপর সরফরাজকে সেই প্রশ্নের উত্তর দিতে বলা হলে, তিনি হাসতে হাসতে বলেন, ‘আমারও একই উত্তর। আলাদা কিছু বলার নেই।’ সরফরাজের এই উত্তর শোনার পর হাসতে থাকেন কোহলিও।

সেই ঘটনার ৪ বছর পর আহমেদ নাদির আলির পডকাস্টে সরফরাজ জানান, কেন সে দিন তিনি ওই উত্তর দিয়েছিলেন। সরফরাজ বলেন, ‘যখন আমাদের ভারত বনাম পাকিস্তান ম্যাচের হাইপ ঘিরে প্রশ্ন করা হয়েছিল, তাতে জিজ্ঞাসা করা হয় লোকেরা আমাদের কাছে টিকিট চাইলে আমরা কী ভাবে প্রতিক্রিয়া দিই? ওই সময় আমি বলেছিলাম যে আপনি প্রথমে বিরাটকে এই প্রশ্নটির উত্তর জিজ্ঞাসা করুন। এরপর বিরাটকেও বলি ভাই তুমিই প্রথমে উত্তর দাও। আমার কথা শুনে ও উত্তর দেওয়া শুরু করে। এবং বলতেই থাকে। সেটা ছিল ইংল্যান্ডে বিশ্বকাপের আগে ক্যাপ্টেন মিটের সময়। আমি তখন ওর দিকে তাকিয়েই ছিলাম। আর ভাবছিলাম, ‘ভাই কখন থামবে?’ বিরাট কোহলি ইংরেজিতে অনেক কিছু বলেছিল। ওই সময় আমি ভাবি ‘কে আবার এই সব অনুবাদ করবে?’ আমি সব শুনে শেষে বলি আমারও উত্তর এটাই।’ সরফরাজের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।