IND vs AUS: ‘অশ্বিন দুর্দান্ত, কিন্তু…,’ রবিকে না খেলানোর কারণ প্রকাশ্যে!

India vs Australia Test Series: চমকে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে নিয়ে। এক স্পিনার খেলানো হলেও জায়গা হয়নি এই দু-জনের। একাদশে ছিলেন ওয়াশিংটন সুন্দর। এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

IND vs AUS: অশ্বিন দুর্দান্ত, কিন্তু..., রবিকে না খেলানোর কারণ প্রকাশ্যে!
Image Credit source: PTI FILE

Nov 30, 2024 | 7:40 PM

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ। এরপরই চাপ বাড়ছিল চার সুপারস্টারের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের কর্তা এমনও জানিয়েছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলে এই সিরিজেই কেরিয়ার শেষ। সেই চারজন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। পিতৃত্বকালীন ছুটিতে রোহিত শর্মা পারথ টেস্টে ছিলেন না। বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। তবে চমকে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে নিয়ে। এক স্পিনার খেলানো হলেও জায়গা হয়নি এই দু-জনের। একাদশে ছিলেন ওয়াশিংটন সুন্দর। এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

টেস্ট ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলের রয়েছে ৬১৯ উইকেট। অশ্বিন ৫৩৬। পারথে তাঁকে না খেলানোয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল। পিটিআইকে এক সাক্ষাৎকারে দেশের অন্যতম সফল স্পিনার হরভজন সিং বলেন, ‘আমার মনে হয়, ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বছরের পর বছর অশ্বিন দুর্দান্ত পারফর্ম করেছে।’

পাশাপাশি হরভজন যোগ করেন, ‘অশ্বিন এখন যে পর্যায়ে রয়েছে, ওর বয়স ৩৮। আমার মনে হয় এ কারণেই বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দরকে প্রস্তুত করা হচ্ছে। যাতে অশ্বিনের অবসরের পর ওয়াশিংটন সেই দায়িত্বটা নিতে পারে।’ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মূল স্কোয়াডে ছিলেন না ওয়াশিংটন। পুনেতে দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ করা হয়। বাকি দুই টেস্টেই ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেন ওয়াশিংটন। হয়তো সে কারণেই পারথ টেস্টেও অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তবে গোলাপি টেস্টে পরিস্থিতি বদলে যেতে পারে।