IND vs AUS: সিরাজের ‘বেল’ টোটকা কাজে এল! উইকেট নিয়ে অবিশ্বাস বুমরার…

India vs Australia Boxing Day Test: সেটা অবশ্য মার্নাস লাবুশেনকে অস্বস্তিতে রাখতেই। ব্রিসবেন টেস্টে সিরাজ বেল বদল করেছিলেন। মার্নাস লাবুশেন সেটা দেখতে পেয়েই ফের অদল-বদল করেন। মেলবোর্নে একই কাজ করে লাবুশেনকে ডেকে দেখানও। তারপরই উইকেট!

IND vs AUS: সিরাজের বেল টোটকা কাজে এল! উইকেট নিয়ে অবিশ্বাস বুমরার...
Image Credit source: ScreenGrab

Dec 26, 2024 | 10:34 AM

বেল টোটকা কাজে দেয়? মানসিক ভাবে যে প্রতিপক্ষকে চাপে রাখে বলা যায়। ওয়ান ডে বিশ্বকাপে বিরাট কোহলি হোক কিংবা অ্যাসেজ সিরিজে স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সিরাজ বেশ কয়েকবার বেল-বদলের খেলা খেলেছেন। সেটা অবশ্য মার্নাস লাবুশেনকে অস্বস্তিতে রাখতেই। ব্রিসবেন টেস্টে সিরাজ বেল বদল করেছিলেন। মার্নাস লাবুশেন সেটা দেখতে পেয়েই ফের অদল-বদল করেন। মেলবোর্নে একই কাজ করে লাবুশেনকে ডেকে দেখানও। তারপরই উইকেট!

মেলবোর্নে সিরাজের বেল-বদলকে অবশ্য গায়ে মাখেননি লাবুশেন। তাঁকে ডাকলেও সাড়া দেননি। যদিও উইকেট মিলল উল্টোদিকের। সিরাজ বেল বদলে ছিলেন। উইকেট নেন জসপ্রীত বুমরা। লাঞ্চ ব্রেকের পর সেটিই ছিল বুমরার নতুন স্পেলের প্রথম ওভার। বাউন্সার দেওয়ার চেষ্টা করেন। যদিও বল প্রত্যাশা অনুযায়ী বাউন্স হয়নি। পুল শট খেলেছিলেন উসমান খোয়াজা। পিচে অসমান বাউন্স, গতিরও হেরফের রয়েছে। খোয়াজার ব্যাটের একেবারে শেষ প্রান্তে লাগে। শর্ট মিডউইকেটে লোকেশ রাহুল ছিলেন। আচমকা ক্যাচ।

ভালো বোলিংয়ে উইকেট আসে না। যদিও এই ডেলিভারিতে বুমরা যে উইকেটের প্রত্য়াশা করেননি তাঁর রিঅ্যাকশনেই পরিষ্কার। বাউন্স এবং গতি প্রত্য়াশা অনুযায়ী থাকলে খোয়াজার পুল শট রাহুলের উপর দিয়ে যেত। হয়তো বাউন্ডারিও আসতে পারত। খোয়াজার উইকেটেও অবশ্য় স্বস্তিতে নেই ভারত। লাবুশেনের সঙ্গে স্মিথের জুটি মজবুত হয়েছে। তবে খোয়াজার উইকেটের ক্ষেত্রে অনেকেই কৃতিত্ব দিচ্ছেন সিরাজের সেই বেল-বদল টোটকাকেই!