Indian Cricket: ইংল্যান্ডে ‘প্রস্তুত’ অশ্বিনের বিকল্প! ভারত ‘এ’ দলের হয়ে কামাল

India Tour Of England: তেমনই অংশুল কম্বোজ ৫১ রানে অপরাজিত থাকেন। ভারত মূলত ব্যাটিং প্র্যাক্টিসই সারে। দ্বিতীয় ইনিংসে ভারতের ৪১৭/৭ স্কোরে হাত মিলিয়ে নেন দুই অধিনায়ক। যদিও অনেকেই বলছেন, তনুষের সেঞ্চুরির অপেক্ষা করা যেত।

Indian Cricket: ইংল্যান্ডে প্রস্তুত অশ্বিনের বিকল্প! ভারত এ দলের হয়ে কামাল
Image Credit source: PTI FILE

Jun 10, 2025 | 12:11 AM

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলের দ্বিতীয় ম্যাচ নিষ্ফলা। তবে এই ম্যাচে নজর কাড়লেন তনুষ কোটিয়ান। রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প হিসেবে যাঁকে দেখা হচ্ছে। গত অস্ট্রেলিয়া সফর অর্থাৎ বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। পরিবর্তে টিমে ডাক পেয়েছিলেন তনুষ কোটিয়ান। যদিও খেলানো হয়নি তাঁকে। একটা বার্তা অবশ্য দেওয়া হয়েছিল। মুম্বইয়ের এই অফস্পিনার, অলরাউন্ডারকে ইংল্যান্ড সফরে ভারত এ দলে রাখা হয়েছিল। লায়ন্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন।

ভারত এ দলের স্কোয়াডে ছিলেন না লোকেশ রাহুল। যদিও টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতি সারতে এ টিমের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বোর্ড তাঁর কথায় সায় দিয়েছিল। দ্বিতীয় ম্যাচটিতে খেলেন লোকেশ রাহুলও। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি। প্রথম ইনিংসে রাহুল ছাড়া ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন ধ্রুব জুরেল (৫২) এবং করুণ নায়ার (৪০)।

প্রথম ইনিংসে লিড নেওয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নজর কাড়েন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ। রাহুল হাফসেঞ্চুরি এবং ক্যাপ্টেন অভিমন্যু ঝোড়ো ৮০ রানের ইনিংস খেলেন। তনুষ কোটিয়ান ১০৮ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। তেমনই অংশুল কম্বোজ ৫১ রানে অপরাজিত থাকেন। ভারত মূলত ব্যাটিং প্র্যাক্টিসই সারে। দ্বিতীয় ইনিংসে ভারতের ৪১৭/৭ স্কোরে হাত মিলিয়ে নেন দুই অধিনায়ক। যদিও অনেকেই বলছেন, তনুষের সেঞ্চুরির অপেক্ষা করা যেত।