BPL: বিপিএলে বিভ্রাট! ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি শুনে থ নারিন-রাসেল

BPL Reporter English: এ বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

BPL: বিপিএলে বিভ্রাট! ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি শুনে থ নারিন-রাসেল
বিপিএলে বিভ্রাট! জগাখিচুড়ি ইংরেজিতে বোল্ড নারিন-রাসেলরাImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 28, 2023 | 5:14 PM

ঢাকা: চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ উইকেটে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কুমিল্লার তনবীর ইসলাম। মোসাদ্দেক হোসেন, সুনীল নারিনের ব্যাটিংয়ে ভর করে কুমিল্লা ম্যাচ বের করে নিয়ে যায়। এ তো গেল ম্যাচের কথা। এরপরই ঘটে মজার কাণ্ড। বিপিএল (BPL) চ্যাম্পিয়ন কুমিল্লার ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেন বাংলাদেশের এক রিপোর্টার। যার ভাঙা ইংরেজি (BPL Reporter English) শুনে কোনও উত্তরই বেরোয়নি আন্দ্রে রাসেল-মইন আলি-সুনিল নারিনদের মুখে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় বাংলাদেশের রিপোর্টার সুনীল নারিনকে ভাঙা ভাঙা ইংরেজিতে প্রশ্ন করেন। যা শুনে নারিন কোনও উত্তর দিতে পারেননি। এরপর ওই রিপোর্টার মইন আলিকে একই প্রশ্ন করেন। তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খান। এরপর আন্দ্রে রাসেলকেও একই প্রশ্ন করেন বাংলাদেশের এক রিপোর্টার। রাসেলের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল, রিপোর্টারের জগাখিচুড়ি ইংরেজির মাথামুন্ডু হজম হয়নি রাসেলের। ওই ভাঙা ভাঙা ইংরেজিতে বলা রিপোর্টারের আসল প্রশ্ন ছিল, ফাইনাল ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে কী বলবেন?

সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোল হয়েছেন সেই রিপোর্টার। এক টুইটার ব্যবহারকারী সেই ভিডিয়ো শেয়ার করে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, “বাংলাদেশের সাংবাদিক। এর থেকে ভালো ইংরেজি আমাদের ক্লাস ৫ এর বাচ্চাও বলতে পারে।”

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটাররা মাঝে মধ্যেই ভাঙা ইংরেজিতে সাক্ষাৎকার দিয়ে ট্রোল হয়েছেন। এ বার বাংলাদেশের এক রিপোর্টার চরম ট্রোল হলেন।