East Bengal: লাল-হলুদে জোয়ার আসবেই, বলছেন ক্যাপ্টেন ক্লেটন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 24, 2023 | 10:05 PM

ISL 2023, CLEITON SILVA Interview: প্রতিটি ক্ষেত্রেই একটা বিষয় খুবই জরুরি, ছন্দ। আইএসএলে প্রথম দু-ম্যাচ ইস্টবেঙ্গলে সেই ছন্দই দেখা গিয়েছিল। কিন্তু পরপর তিন ম্যাচ হারে সব আবার যেখানে ছিল সেখানেই। প্রতি ম্যাচেই গোল নষ্ট। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও, হারের দায় এড়াতে পারে না ইস্টবেঙ্গল। অধিনায়ক ক্লেটন সিলভাও সেটা স্বীকার করে নিলেন। আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয়েই কথা বলেছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

East Bengal: লাল-হলুদে জোয়ার আসবেই, বলছেন ক্যাপ্টেন ক্লেটন
Image Credit source: ISL

Follow Us

কলকাতা: গত কয়েক মরসুম ধরে হতাশা ছাড়া আর কোনও প্রাপ্তি নেই ইস্টবেঙ্গলের। এই মরসুমে পুরো দলটাই কার্যত বদলে ফেলা হয়েছে। হাতে গোনা কয়েকজন গত বারের প্লেয়ারকে রাখা হয়েছে। কোচিং টিমও নতুন। আইএসএল চ্যাম্পিয়ন কোচ কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের দায়িত্বে। মরসুমের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ভাঙাচোরা দল নিয়েই টানা আট হারের পর ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে রানার্স। ইস্টবেঙ্গল সমর্থকরা প্রত্যাশা করেছিলেন, এ বার খেলা ঘুরবে। আইএসএলের শুরুতে ড্র, এরপর জয়। প্রত্যাশা আরও বাড়ে। হারের হ্যাটট্রিকে প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে। এমন সময়ই ভরসা দিলেন গত মরসুমে ইস্টবেঙ্গলের নায়ক। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রতিটি ক্ষেত্রেই একটা বিষয় খুবই জরুরি, ছন্দ। আইএসএলে প্রথম দু-ম্যাচ ইস্টবেঙ্গলে সেই ছন্দই দেখা গিয়েছিল। কিন্তু পরপর তিন ম্যাচ হারে সব আবার যেখানে ছিল সেখানেই। প্রতি ম্যাচেই গোল নষ্ট। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও, হারের দায় এড়াতে পারে না ইস্টবেঙ্গল। অধিনায়ক ক্লেটন সিলভাও সেটা স্বীকার করে নিলেন। আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয়েই কথা বলেছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ভিসা সমস্যায় প্রাক মরসুম প্রস্তুতিতে ছিলেন না ক্লেটন সিলভা। শুরুর দিকে ম্যাচে তাঁকে অল্প সময়ের জন্য নামানো হত। ম্যাচ ফিট হওয়ার জন্য তাঁকে সময় দিচ্ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে ব্রাজিলের বাড়িতে থাকার সময়ও ফিটনেস ট্রেনিং চালিয়ে গিয়েছিলেন ক্লেটন। কলকাতায় ফিরে ফিট হতে খুব বেশি সময় নেননি। ছন্দও পেয়েছিলেন। গত ম্যাচে পেনাল্টি মিস করায় আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে ক্লেটনের। টিমের ব্যর্থতায় হতাশ। তবে ভরসাও দিচ্ছেন।

সাক্ষাৎকারে নানা বিষয়ের সঙ্গে ক্লেটনকে প্রশ্ন করা হয় গত ম্যাচের পরিস্থিতি প্রসঙ্গে। কোচ কার্লেস কুয়াদ্রাতই বা হারের হ্যাটট্রিকের পর কী বলেছিলেন। ক্লেটন বলেন, ‘কোচ খুবই ইতিবাচক মানুষ। সব সময় আমাদের পাশে থাকেন। সমর্থন করেন। আমরা নিজেদের ভুলগুলি শুধরে নিতে পারলে জোয়ার আসবেই।’ প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট। প্লে-অফের প্রত্যাশা প্রসঙ্গে ক্লেটন বলছেন, ‘আমরা শুধুই পরের ম্যাচ নিয়ে ভাবছি। এরপর কী হবে, এখনই মাথা ঘামাতে চাই না।’