AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Final: আইপিএল ফাইনালের আগে অস্বস্তি, স্টেডিয়ামের বাইরে জোরালো বিস্ফোরণ!

Indian Premier League: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে কিছুটা অস্বস্তি। আজ লাখো মানুষের সমাগম হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দু-দলের প্রচুর সমর্থকরা বাইরে থেকেও ফাইনাল ম্যাচের জন্য এসেছেন।

IPL 2025 Final: আইপিএল ফাইনালের আগে অস্বস্তি, স্টেডিয়ামের বাইরে জোরালো বিস্ফোরণ!
Image Credit: BCCI
| Updated on: Jun 03, 2025 | 11:49 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মেগা ফাইনাল। ট্রফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। দু-দলের কাছেই ইতিহাসের হাতছানি। যেই জিতুক, প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে কিছুটা অস্বস্তি। আজ লাখো মানুষের সমাগম হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দু-দলের প্রচুর সমর্থকরা বাইরে থেকেও ফাইনাল ম্যাচের জন্য এসেছেন। তেমনই স্থানীয় ক্রিকেট প্রেমীরা তো রয়েইছেন। কিন্তু কিছুটা অস্বস্তি এবং আতঙ্কের পরিবেশ তৈরি হল স্টেডিয়ামের মেইন গেটের বাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে।

ফাইনালের সকালে স্টেডিয়ামে ঢোকার মূল গেটের বাইরে সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রাস্তার পাশে খাবারে দোকানে এই বিস্ফোরণ। অসতর্কতার কারণেই সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা বলে জানা গিয়েছে। যদিও একটাই স্বস্তির জায়গা, সকালের দিকে এই দুর্ঘটনা হওয়ায় লোকজনের আনাগোনা তেমন নেই। ফলে বড় রকমের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ফাইনালের আগের যে ভিড় হয়, তেমন সময় হলে প্রচুর ক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারত।

আইপিএল ফাইনাল ঘিরে নানা ব্যবস্থা। দু-দলই প্রথম বার ট্রফির সামনে। সুতরাং, সমর্থকরা ব্যপক পরিমাণে ভিড় জমিয়েছেন। স্টেডিয়াম সংলগ্ন হোটেলগুলি ভর্তি। শুধু তাই নয়, বাইরে থেকে আসা সমর্থকদের অনেকে ঘর ভাড়াও নিয়েছেন শুধুমাত্র ফাইনালের জন্য। রাস্তার পাশের খাবার, পানীয়র দোকানগুলিতেও প্রচুর ভিড় দুপুর, সন্ধ্যা এবং রাতের দিকে। সকলের কাছে কার্যত এটাই স্বস্তির যে তেমন কোনও মুহূর্তে এমন দুর্ঘটনা ঘটেনি। ভিড়ের সময় এমন ঘটলে প্যানিকের পরিস্থিতিও তৈরি হত। এই সিলিন্ডার ফাটার দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।