বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে গিয়েছে রোহিত শর্মার ভারত। এই সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট, ওডিআই ও টি-২০ তিন ফর্ম্যাটেই খেলবেন বিরাট কোহলিরা। সপ্তাহখানেক পর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচের টেস্ট সিরিজ। ডমিনিকায় রয়েছে প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। বার্বাডোজে আপাতত ওয়ার্ক মোড অন করে নিয়েছেন রোহিত শর্মারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে এ বার যোগ দিলেন কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া ওডিআই বিশ্বকাপ হবে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করতে পেরে বেশ হতাশ ক্যারিবিয়ানরা। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ টিমকে কি তাতাতে পারবেন লারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে রয়েছেন তিনি। এখন প্রশ্ন হল, ব্রায়ান লারা কি ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্যারিবিয়ানদের উদ্বুদ্ধ করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজ টিমের সঙ্গে পারফরম্যান্স মেন্টর হিসেবে যোগ দিয়েছেন লারা।
Brian Lara has joined the West Indies team. He’ll be helping West Indies for the series against India. pic.twitter.com/SA7gfvuxbO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2023
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এক সময় বিশ্ব ক্রিকেটে যে টিমটা রাজ করেছে, তাদের এই অবস্থা বেশ কষ্ট দিচ্ছে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারদের। ভারতে বিশ্বকাপ খেলতে আসার সুযোগ তো হাতছাড়া করেছেন শেই হোপরা। এ বার দেখার ঘরের মাঠে রোহিত শর্মার দলের বিরুদ্ধে তাঁরা কেমন পারফর্ম করেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল প্রথমে ২টি টেস্ট ম্যাচ খেলবে। তারপর ৩টি ওডিআই এবং সফরের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।