কোচি : ডেভিড ওয়ার্নারকে নিয়ে একটি সিদ্ধান্তই কি কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল! একটু সহজ করে বলা যাক। টি২০ বিশ্বকাপের আগে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। বিশ্বকাপের জন্য তরতাজা রাখতে ডেভিড ওয়ার্নারকে এই সফরে বিশ্রাম দেওয়া হয়। তাঁর পরিবর্ত হিসেবে দলে ছিলেন ক্যামেরন গ্রিন। কেরিয়ারে কখনোই ওপেন করেননি। হঠাৎই ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে ওপেন করানো হয় তাঁকে দিয়ে। নতুন পজিশনে সুপার হিট। টেস্ট, ওয়ান ডে ফর্ম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টিতেও নিয়মিত হয়ে উঠেছেন। এ বারের আইপিএলের মিনি অকশনে তাঁকে নিয়ে প্রচুর আগ্রহ ছিল। ব্যাটিং, বোলিং এবং অনবদ্য ফিল্ডার। বিস্তারিত TV9Bangla-য়।
কতটা অবধি দর উঠতে পারে! আইপিএলের মিনি অকশনে ক্যামেরন গ্রিনের জন্য এমনটাই প্রত্যাশিত। সংক্ষিপ্ত কেরিয়ারে নজরকাড়া পারফরম্য়ান্স। বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁর দর ১০ কোটি ছাপিয়ে যাবে অনুমান ছিলই। তবে অনুমানের চেয়ে অনেক অনেক বেশি ২৩ বছরের অলরাউন্ডারের জন্য। তাঁকে নিয়ে দীর্ঘ সময় লড়াই চলল। শেষ অবধি দিল্লি বনাম হয়ে দাঁড়ায় লড়াই। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনল ১৭.৫০ কোটিতে। অজি অলরাউন্ডারকে নিয়ে ভারসাম্য় বাড়াল মুম্বই।
ক্যামেরন গ্রিন আইপিএলের মঞ্চে নতুন মুখ বলা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ভারতের মাটিতে একটা পারফরম্য়ান্স এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্য়পক আগ্রহ তৈরি হয় তাঁকে নিয়ে। ক্যামেরন গ্রিনকে নিয়ে অকশনের বহু আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী অনুমান করেছিলেন, তাঁর অন্তত ১০ কোটি দর উঠবে। শাস্ত্রীর কথায়, ‘বিশ্ব ক্রিকেটে নতুন তারকা হয়ে উঠছেন ক্য়ামেরন গ্রিন। যত অভিজ্ঞতা বাড়বে, আরও দক্ষ হয়ে উঠবে। ওর উচ্চতা রয়েছে, বড় শট খেলতে পারে এবং বোলিংয়ের দিক থেকেও কার্যকরী। টি২০ ফর্ম্যাটের জন্য় যা যা দক্ষতা প্রয়োজন, সবই ওর রয়েছে। ওকে নিয়ে সব ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়।’
ভারত সফরে ২০৯ রান তাড়া করতে নেমে ৩০ বলে ৬১ রানের ইনিংসটা এখনও অনেকের মনে রয়ে গিয়েছে। তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। মাত্র ২৩ বছরের এই পেস বোলিং অলরাউন্ডার দেশের হয়ে টেস্ট, ওয়ান ডে, টি২০ সব ফর্ম্য়াটেই খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৩৯ রান। স্ট্রাইকরেট প্রায় ১৭৪! সব মিলিয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২১ ম্যাচে ১৭ ইনিংসে ২৪৫ রান। সর্বাধিক স্কোর ৬১। দুটি অর্ধশতরান রয়েছে। বোলিংয়ের দিকটাও ভুললে চলবে না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ ইনিংসে ৫ উইকেট। ইকোনমি ৯-এর নিচে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ইকোনমি ৯-র মতো। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেটে ‘নেক্সট বিগ সেনসেশন’ ক্যামেরন গ্রিন।
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।