IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফিতে অনিশ্চিত অজি অলরাউন্ডার!

Oct 10, 2024 | 9:20 PM

Border-Gavaskar Trophy: সেই প্রত্যাশিত সফর। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি। এ বার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে এই সিরিজ থেকেই। তবে অজি টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত। সৌজন্যে তাদের পেস বোলিং অলরাউন্ডার।

IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফিতে অনিশ্চিত অজি অলরাউন্ডার!
Image Credit source: Gareth Copley-ICC/Getty Images

Follow Us

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ। রোহিত, বিরাটরা সাময়িক বিশ্রামে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের তরুণ ব্রিগেড টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করেছে। বাংলাদেশ সিরিজ শেষেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সেই প্রত্যাশিত সফর। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি। এ বার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে এই সিরিজ থেকেই। তবে অজি টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত। সৌজন্যে তাদের পেস বোলিং অলরাউন্ডার।

পিঠে চোট রয়েছে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বর্ডার-গাভাসকর ট্রফির এক ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। গ্রিনের চোটের যা পরিস্থিতি, অস্ত্রোপচার না করালেই নয়। চোট ছিলই। ইংল্যান্ড সফরে নতুন করে চোট পাওয়ায় এই বিকল্প নিয়েই আলোচনা করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সামনে ভারতের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে চোট নিয়ে খেলানো আরও ঝুঁকির।

এই খবরটিও পড়ুন

প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার পিঠের চোটে ভুগেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এখন গভীর চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি অস্ত্রোপচার করানো হয়, নিঃসন্দেহে দীর্ঘ সময়ের জন্য পাওয়া যাবে না ক্যামেরন গ্রিনকে। শুধু এই সিরিজই নয়, আরও বেশি সময় লাগতে পারে। সে কারণেই সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ত্রোপচার করানো ছাড়া গ্রিনকে খেলানো আরও ঝুঁকির।

Next Article