লন্ডন : কয়েক দিন আগেও রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন। এ বার রোহিতের বিরুদ্ধে খেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। ভারতীয় দলেরও অধিনায়ক তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। টানা দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। রোহিতের নেতৃত্বে খেলা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও ভারতের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। সংক্ষিপ্ত কেরিয়ারে নজর কেড়েছেন গ্রিন। অভিষেক আইপিএলে শুরুর দিকে তেমন নজর কাড়তে পারেননি। সময় যত এগিয়েছে রোহিত ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা হয়ে উঠেছেন গ্রিন। প্লে-অফে পৌঁছেছিল মুম্বই। অলরাউন্ডার গ্রিন ৪৫২ রান করেছেন এবং আধডজন উইকেটও নিয়েছেন। অধিনায়ক রোহিতের থেকে অনেক কিছুই শিখতে চান গ্রিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
আইপিএলের ইতিহাসে এ বারই প্রথম শতরানের সংখ্যা দু-অঙ্কের ঘরে পৌঁছেছিল। তার মধ্যে একটি শতরানের ইনিংস রয়েছে ক্যামেরন গ্রিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আত্মবিশ্বাসী এই অজি অলরাউন্ডার। অধিনায়ক রোহিতের থেকে কী শিখতে চান গ্রিন? বলছেন, ‘রোহিত মাঠে এতটা ঠান্ডা থাকতে পারে, যা শেখার বিষয়। বছরের পর মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছে। এই বিষয়টি ওর কাছে নতুন নয়। যে কোনও পরিস্থিতিতে ওর কাছ থেকে সমাধান পাওয়া যায়। ওর নেতৃত্বে খেলার সময় আমার ভূমিকা পরিষ্কার ছিল। স্পিন হোক বা পেস, কোনও বোলারকে টার্গেট করা এবং তাঁর বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং।’
টেস্ট ক্রিকেটেও দারুণ ছন্দে রয়েছেন গ্রিন। গত বছর বক্সিং ডে টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছে ভারত সফরে। আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে কেরিয়ারে ২০তম টেস্টে প্রথম সেঞ্চুরি। যদিও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোটের কারণে প্রথম দু-ম্যাচে খেলতে পারেননি। শেষ দুটি টেস্টে খেলেন, এর মধ্যে তৃতীয় ম্যাচে ইন্দোরে জিতেছিল অজিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের সামনে সবচেয়ে বড় বাধা কে হয়ে উঠতে পারেন, এ প্রসঙ্গে গ্রিন বলেন, ‘আমার মতে বিরাট কোহলি। বড় মঞ্চে সবসময়ই জ্বলে ওঠার চেষ্টা করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনেক বড় মঞ্চ। এখানে জ্বলে ওঠার চেষ্টা করবে বিরাট।’