AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuzvendra Chahal : আবার সূর্য উঠবে, টিম থেকে বাদ পড়ে চমকপ্রদ টুইট চাহালের

Asia Cup 2023: এশিয়া কাপের টিম থেকে বাদ পড়েছেন তিনি। বিশ্বকাপের স্বপ্ন কি শেষ? এই আলোচনার মধ্যেই বেশ ইঙ্গিতবহ টুইট করলেন যুজবেন্দ্র চাহাল। কী লিখলেন?

Yuzvendra Chahal : আবার সূর্য উঠবে, টিম থেকে বাদ পড়ে চমকপ্রদ টুইট চাহালের
Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 7:15 PM
Share

কলকাতা: বিশ্বকাপের স্বপ্ন কি শেষ? বিশ্বকাপের মতো বড় আসরে নামার আগে প্রস্তুতি টুর্নামেন্টগুলোয় যে টিম তৈরি হয়, মোটামুটি সেটাকেই রূপরেখা বলে ধরা হয়। সে দিক থেকে ভাবলে, এশিয়া কাপের (Asia Cup 2023) টিম থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। আর তা যদি হয়, যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মতো সিনিয়রদের ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ বলেই ধরে নেওয়া যেতে পারে। সোমবার প্রেস মিটে অবশ্য ক্যাপ্টেন রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর রিস্ট স্পিনার হিসেবে শুধু কুলদীপ যাদবকে কেন টিমে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন। কিছুক্ষণ পরেই চাহাল মুখ খুললেন। কী বললেন তিনি? বিস্তারিত TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

টুইটারে দুটো ইমোজি পোস্ট করেছেন চাহাল। একটি ইমোজিতে দেখা যাচ্ছে মেঘে ঢাকা সূর্য। তীর চিহ্ন দিয়ে আর একটি ঝলমলে সূর্যের ইমোজি দিয়েছেন। লেগস্পিনারের এই ব্যাখ্যা ধরলে, মেঘ কেটে গিয়ে আবার গনগনে সূর্য উঠবে। এশিয়া কাপের টিম থেকে বাদ পড়েছেন ঠিকই, তিনি আবার ফিরবেন। আবার সাফল্য পাবেন। আবার সেরার আসনে বসবেন। চাহালের এই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই পড়ে গিয়েছে। অনেকেই রি-টুইট করেছেন। তাঁর ভক্তরা লিখেছেন, আবার জাতীয় টিমে ফিরবেন তিনি। ঘটনা হল, এর আগেও যখন জাতীয় টিম থেকে বাদ পড়েছিলেন, তখনও এই একই রকম টুইট করেছিলেন চাহাল। তাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।

এশিয়া কাপের টিম ঘোষণার পর ক্যাপ্টেন রোহিত বলেছেন, ‘কোনও একজন পেসারকে বাদ দিয়ে স্পিনার নিতে পারি না। কারণ, আগামী দু’মাস পেসাররা বড় ভূমিকা নিতে চলেছে। যে কারণে চাহালকে ১৭ জনের টিমে রাখা যায়নি। তার মানে এই নয় যে চাহাল, অশ্বিন, ওয়াশিংটনদের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেল।’