ICC Champions Trophy: হাইব্রিড মডেল কিন্তু… ভারতকে ফের হুঙ্কার দিল পাকিস্তান
India vs Pakistan, ICC-PCB: ভারত সরকার কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য টিম পাঠানো হবে না। দৃষ্টিহীনদের বিশ্বকাপ, কবাডি টিমের পাক সফর বাতিল করা হয়েছে। নাকভি যা বলছেন, তাতে কি জটিলতা আরও বাড়ছে?
কলকাতা: গুঞ্জন, আশঙ্কা এক অর্থে মাঠের বাইরে ফেললেন। ভারতকে ছাড়াই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সোমবার পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করলেন, পরিকল্পনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই। কোনও ভাবেই হাইব্রিড মডেল ফলো করা হবে না। যার অর্থ হল, রোহিত শর্মা, বিরাট কোহলিদের যদি খেলতে হয়, তা হলে ওয়াঘার ওপারেই যেতে হবে। ভারত সরকার কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য টিম পাঠানো হবে না। দৃষ্টিহীনদের বিশ্বকাপ, কবাডি টিমের পাক সফর বাতিল করা হয়েছে। নাকভি যা বলছেন, তাতে কি জটিলতা আরও বাড়ছে?
পিসিবি চিফের স্পষ্ট কথা, ‘পাকিস্তানের গর্ব ও সম্মানই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র আমাদের দেশেই হবে। আমরা কোনও ভাবেই হাইব্রিড মডেল ফলো করব না। যদি ভারতের কোনও সমস্যা থাকে, আমাদের সঙ্গে কথা বলুক। সমস্যা মেটানোর চেষ্টা করব। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। কোনও ভাবেই হাইব্রিড মডেল মানা হবে না।’
এই খবরটিও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এখন ভারত বনাম পাকিস্তান চলছে। ভারত টিম পাঠানো হবে না, জানিয়ে দেওয়ার পরই কিন্তু অনড় অবস্থান নিয়েছে পাকিস্তান। পাক সরকারও পিসিবিকে নিজেদের জায়গায় অটল থাকার নির্দেশ দিয়েছে। পিসিবি চেয়ারম্যান আবার আইসিসির উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছেন। নাকভি বলে দিচ্ছেন, ‘আইসিসিকে কিন্তু বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হবে। বিভিন্ন দেশ কিন্তু আইসিসির হয়েই প্রতিনিধিত্ব করে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিনক্ষণ পাল্টেছে। কিন্তু বাতিলের কোনও নির্দেশ পাইনি। একই সঙ্গে বলব, আমি বিশ্বাস করি, রাজনীতির ক্রিকেটে নাক গলানো উচিত নয়। আমি সেটা মেনে চলি।’