সিডনি : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার টুয়েলভে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই প্রথম টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি এই দুই দল। অচেনা প্রতিপক্ষ, কাগজে কলমে ভারতের তুলনায় বেশ দুর্বল। তবে ঝুঁকি নিতে নারাজ। কোনও পরীক্ষার পথে হাঁটবে না ভারত, টিম সূত্রে তাই খবর। অচেনা প্রতিপক্ষ বলেই কিছুটা চিন্তার বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই ম্যাচেও ফেভারিট হিসেবেই নামছে টিম ইন্ডিয়া (India vs Netherlands)। প্রতিপক্ষ অধিনায়ক স্কট এডওয়ার্ডের ভয় অন্য। সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিয়েছেন তাঁর আতঙ্কের নাম বিরাট কোহলি (Virat Kohli)। জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট যে ইনিংস খেলেছেন, স্কট চান না, তাঁদের বিরুদ্ধেও বিরাট তেমন ইনিংস খেলুন। ভারত-নেদারল্য়ান্ডস ম্যাচে আর কী সম্ভাবনা, তুলে ধরল TV9Bangla।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে একমাত্র অ্যাসোসিয়েট দেশ নেদারল্যান্ডস। বাকি সকলেই আইসিসি-র পূর্ণ সদস্য। অনেকটা লড়াই করে এই অবধি পৌঁছাতে হয়েছে। ভারতের মতো বড় দলের বিরুদ্ধে টি২০ তে প্রথম বার খেলার সুযোগ। স্মরণীয় করে রাখতে চায় নেদারল্যান্ডস শিবির। গ্রুপে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারতের বিরুদ্ধে অঘটন ঘটাতে চায় নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও মরিয়া লড়াই করেছে ডাচরা। মাত্র ৯ রানে হার। রান তাড়ায় নেমে শুরুর দিকেই নেদারল্যান্ডসের দু-জন ব্যাটসম্যান রান আউট হন। না হলে হয়তো বাংলাদেশকে হারিয়ে দিতেই পারত ডাচরা। ভারতের কাছে নেদারল্যান্ডস খুব শক্তিশালী দল না হলেও বেশ কিছু ভাবনার জায়গা রয়েছে। বিশেষত টপ অর্ডারের পারফরম্যান্স।
পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক লোকেশ রাহুল। সূর্যকুমার যাদবও বড় রান পাননি। প্রথম ১০ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রোহিতের ফর্ম চিন্তার কারণ। টি২০ ফরম্যাটে শেষ পাঁচ ম্যাচে রোহিত মাত্র ৬৪ রান করেছেন। স্ট্রাইকরেট ১০৩। নেদারল্যান্ডস শিবিরে নজর থাকবে অলরাউন্ডার বাস ডি লিডের দিকে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুবাদে বড় দলের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে পারফর্ম করার ক্ষমতা রাখেন। ভারত হয়তো এই ম্যাচে অপরিবর্তিত একাদশই নামাবে। একটাই ভাবনার জায়গা, স্পিন কম্বিনেশন। লেগ স্পিনার চাহালকে খেলানো যায় কিনা, ভাবনায় ভারতীয় শিবির। নেদারল্যান্ডস ম্যাচে যেমন জয়ই লক্ষ্য় থাকবে, পাশাপাশি নেট রান রেট বাড়িয়ে রাখাতেও।
বিশ্বকাপের প্রায় প্রতিটি ভেনুতেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এ দিন মেলবোর্নে একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। সিডনিতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও কিছুটা আশঙ্কা থাকছেই। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে সিডনির পিচ স্পোর্টিং বলা যায়। এই মাঠেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০০ স্কোর কিউয়িদের। তেমনই নিউজিল্যান্ড পেসাররা যেমন পিচ থেকে সুবিধা আদায় করে নিয়েছেন, তেমনই বাঁ হাতি স্পিনার মিচেল স্য়ান্টনারও সাফল্য পেয়েছেন। দলগত খেলা হলেও, আকর্ষণের কেন্দ্রে নিঃসন্দেহে কামব্য়াক কিং বিরাট কোহলি। মেলবোর্নের ইনিংসের রেশ এখনও ভুলতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। ভারতের প্রত্যাশা থাকবে, বিরাটের ব্যাটে আবারও ঝড় উঠুক।