ICC ODI World Cup 2023: আফগানদের কাছে হেরে নিজেদের ব্যর্থতার কথা জস বাটলারের মুখে
Jos Buttler: বিশ্বকাপের ইতিহাসে প্রথমাবার আফগানদের কাছে হেরে সত্যিই যে ভেঙে পড়েছেন তিনি, তা স্পষ্ট তাঁর কথাতেই। বিশ্বকাপে ফেভারিট ইংল্য়ান্ডের জন্য এ বারের বিশ্বকাপ ভাগ্যটা মোটেও ভালো নয়। প্রথমে নিউজিল্য়ান্ড ও পরে আফগানিস্তানের কাছে হারতে হয়েছে থ্রি-লায়ন্সদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন তাও স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে।
নয়াদিল্লি: চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) প্রথম অঘটন কী? ক্রিকেট প্রেমীদের উত্তর আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের লজ্জাজনক হার। এই হার যেন কিছুতেই হজম করতে পারছে না থ্রি-লায়ন্সরাও। আফগানদের বিরুদ্ধে ৬৯ রানে হারতে হবে এটা স্বপ্নেও ভেবে উঠতে পারেননি বাটলাররা। তাই এই হার মেনে নিতে বেশ কষ্টই হচ্ছে তাঁদের। দলের এমন কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন অধিনায়ক জস বাটলার। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে হতাশা। আফগানদের কাছে হেরে কী বলছেন ইংলিশ অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অন্যদিকে হেভিওয়েট ইংল্যান্ডকে হারিয়ে বেজায় খুশিতে আফগানিস্তান। তবে হতাশা ইংল্যান্ড শিবিরে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে থমথমে মুখ নিয়ে বাটলার বলেন, ‘এটা সত্যিই কষ্টের। যে পরিকল্পনা করে আমরা বিশ্বকাপ অভিযান শুরু করেছিলাম তা কাজে দেয়নি এই ম্যাচে। বেশ কিছু দিকে নজর দিতে হবে। টিমে অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু তাও আমরা সত্যিই খেলতে পারিনি।’
তবে এ ভাবে হারতে হবে তা ভাবতে পারেননি তিনি। তাও স্বীকার করেন নিজের মুখেই। এই প্রসঙ্গে বাটলারের সংযোজন, ‘টস জিতেও এত পরিমাণ রান খরচ করা সত্যিই হতাশাজনক। আমি নিজেই প্রথমে ভুল করে বসি। লেগসাইডে প্রথম বলটা ফস্কাই। ওটাই ম্যাচের হাওয়া বদলে দেয়। আফগানিস্তান ভালো খেলেছে। ওদের বাহবা দিতেই হবে। গোটা ম্যাচে আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিলো ওরা। ম্য়াচের শেষে কে, কী করতে পারে সেটাই আসল কথা। সেখানেই হেরে গিয়েছি আমরা।’ কথায়-কথায় নিজেদের ব্যর্থতাই বার-বার শোনা গেল বাটলারের মুখে। তিনি বলেন, ‘যে স্তরের ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল,ব্যাটিং বা বোলিং-কোনও দিকেই তা কাজে লাগেনি।’
বিশ্বকাপের ইতিহাসে প্রথমাবার আফগানদের কাছে হেরে সত্যিই যে ভেঙে পড়েছেন বাটলার, তা স্পষ্ট তাঁর কথাতেই। বিশ্বকাপে ফেভারিট ইংল্য়ান্ডের জন্য এ বারের কাপযাত্রার ভাগ্যটা মোটেও ভালো নয়। প্রথমে নিউজিল্য়ান্ড ও পরে আফগানিস্তানের কাছে হারতে হয়েছে থ্রি-লায়ন্সদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন তাও স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে।